নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাদের নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুজ্জামান সরদার। তারা ওসির সঙ্গে ছবিও তোলেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে পোস্ট করেন সেই নেতা। এর পর থেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
জানা যায়, গত শুক্রবার বিকেলে কাশিয়ানী থানায় গিয়ে ওসি মো. হাফিজুর রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের ওই নেতা সাক্ষাৎ করেন। এ সময় নুরুজ্জামান সরদারের সঙ্গে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি শামিম ও ছাত্রলীগ নেতা রুবেল মুন্সী উপস্থিত ছিলেন।
ওসি মো. হাফিজুর রহমান জানান, তিনি অল্প কিছুদিন হয়েছে যোগদান করেছেন। সেদিন নুরুজ্জামান সাহেব কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে নিজ দলের নেতাকর্মী বলে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি নতুন এসেছেন, তাই কাউকে চিনতে পারেননি। পরে তাঁরা সবাই ওসির সঙ্গে ছবি তোলেন।
জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান সরদার সংবাদ মাধ্যমকে বলেন, ওরা আগে ছাত্রলীগ করতো, এখন করে না। আর ওরা রাজনৈতিক পরিচয় দিতে আমার সঙ্গে ওসির কাছে যায়নি। ভুল হয়েছে আমি ছবি তুলে আমার ফেসবুকে আপলোড করেছি। এখন এইটা নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।