অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর জয়া আহসানের নতুন লুক নিয়ে সবসময় ক্রেজ তৈরি হয়। এবার বৈশাখী লুকে চোখ জুড়ালেন তাঁরা দুজনই। জয়া আহসান বৈশাখ উদযাপন করতে বের হলেও মেহজাবীনকে নিজের ঘরেই বৈশাখী সাজে দেখা গেল।
মেহজাবীনের আরাম আরাম মেসি বান । হাতে লাল রেশমি চুড়ি
দুই পাশে স্ট্র্যান্ডস রেখেছেন তিনি
জয়া পরেছেন আরামদায়ক গোলাপি সুতির শাড়ি
বৈশাখ মাসের হাইলাইট তো কাঁচা আম। জয়ার কানে গোঁজা জবা ফুলটি নজর কাড়ছে
গোলাপফুল শাড়ি এবার বেশ ট্রেন্ডে আছে। সাদা শাড়ির সঙ্গে মেহজাবীন বেছে নিয়েছেন স্লিভলেস লাল ব্লাউজ। ঠোঁটেও টুকটুকে লাল রঙ।
বৈশাখের সাদা-লালের চোখ জুড়ানো এই লুকটি আসলে খুব আরাম দিচ্ছে চোখে।
জয়ার শাড়ি জুড়ে চোখ আঁকা। আর সেই সঙ্গে চোখে পড়ছে লাল-সবুজ চুড়ি, ছোট টিপ
স্লিভলেস ব্লাউজে আকর্ষোণ বেড়েছে লুকে। আর খোলা চুলের তো কথাই নেই।
ছবি: ইন্সটাগ্রাম
মেহজাবীনের ছবি: জুটন’স ফটোশ্যুট