একেবারে আনকোরা নন সোহেল ইসলাম। কদিন আগে বাংলাদেশ টাইগার্সের দায়িত্ব সামলেছেন, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিং করিয়েছেন। আপদকালীন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় দলে আগেও কাজ করেছিলেন। এবার সেই দায়িত্ব বাংলাদেশি কোচ সোহেল পেলেন আরেকবার।
জিম্বাবুয়ে সিরিজে মুশতাক আহমেদকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগারদের স্পিন বোলিং কোচের অনুপস্তিতে মিরাজ-তাইজুলদের হাত ঘোরানোর পরামর্শ দেবেন সোহেল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন।
জিম্বাবুয়ে সিরিজের আগে নতুন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জেমস প্যামেন্ট। আলোচনা চলছে পেস বোলিং কোচের বিষয়েও। এরইমধ্যে রোববার থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ২০ থেকে ২৪ এপ্রিল প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি ২৮ এপ্রিল থেকে ২ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল—
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।