চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে টাকা আত্মসাতের অভিযোগে আটকের পর আরেক কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহরাস্তি থানা পুলিশ জনতা ব্যাংক সুচিপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসানের লাশ সুচিপাড়া বাজারের আপন প্লাজার ৫ম তলার একটি কক্ষ থেকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে তার বাসার কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের কক্ষে থাকা তার সহকর্মী নাজিম উদ্দিন দরজায় নাড়া দেন। ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে তিনি বিষয়টি শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষকে জানান। এ সময় কার্তিক শাহরাস্তি থানায় খবর দেয়
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে বেলা ১১ টার দিকে লাশ উদ্ধার করে। রাকিবুল হাসান শরিয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
এর আগে সোমবার (১৪ এপ্রিল) জনতা ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহরাস্তি থানা পুলিশ আটক করে।
ওই টাকা আত্মসাতের সঙ্গে রাকিবুল হাসান জড়িত থাকার কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, তিনি আত্মাহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।