কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৪ নম্বর মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে (৪৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
চেয়ারম্যান জাহিদ উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি আওয়ামী লীগে রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান জাহিদের বাড়িতে অভিযান চালায় ডিবি। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অস্ত্র রাখার কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্যমতে, বসতবাড়ির সিঁড়ির নিচে বস্তার ভেতর লুকিয়ে রাখা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোরাদুল ইসলাম বলেন, ‘জাহিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’