সবশেষে তিন দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে ২০ হাজার ৮১৫টন চাল। এর মধ্যে শুধুমাত্র সোমবার পহেলা বৈশাখের ছুটির দিনে ২০১ ট্রাকে করে এসেছে আট হাজার ৪৩১ টন চাল।
মঙ্গলবার সকালে হিলি কাস্টমস সূত্রে এ তথ্য জানা গেছে। ওই সূত্র বলছে, আজ ৮৪ ট্রাকে করে আসবে তিন হাজার ৬১৭ টন চাল।
এলসি করা সব চাল দেশে প্রবেশের লক্ষ্যে সোমবার পহেলা বৈশাখের ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম খোলা রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে ভারত থেকে চালসহ অন্য পণ্য আমদানি অব্যাহত রয়েছে। তবে নতুন করে চাল আমদানির মেয়াদ না বাড়ানো হলে আগামীকাল বুধবার থেকে আর চাল আমদানি হবে না।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। সেইসঙ্গে প্রত্যাহার করে নেওয়া হয় চালের আমদানি শুল্ক। এরপর গত বছরের ১১ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় ভারত থেকে চাল আমদানি। আগামীকাল ১৬ এপ্রিল চাল আমদানি বন্ধ হবে।’