সর্বশেষ
রিশাদকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর
রাজশাহীতে বর্ষবরণ উৎসবে মেতে বাঙালি সংস্কৃতিতে মুগ্ধ বিদেশিরা
বউমেলায় ভক্তদের ঢল
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসল শিক্ষার্থী
চোরাচালান-মানবপাচারকারী কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র সচিব
মাল্টা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
তিন দিনে ভারত থেকে এলো ২০ হাজার ৮১৫ টন চাল
অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
এনসিপির বর্ষবরণে উপস্থিতি কম কেন, যে ব্যাখ্যা দিলেন সামান্তা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৮ নেতা বহিষ্কার
রাজশাহীতে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শেরপুরে বর্ষবরণ দেয়ালিকা প্রদর্শনী
তেলের দাম বৃদ্ধিতে মানুষের জীবনে খুব একটা প্রভাব পড়বে না
সাগরে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ
সংসদে আইন করে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসল শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সোনাতলায় বাবা মোস্তাফিজার রহমান মোস্তার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মুসলিমা আকতার তাসলিমা নামে এক শিক্ষার্থী।

মঙ্গলবার সকালে সে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়।

জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের দড়িহাঁসরাজ গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান মোস্তা সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় হরিখালি বাজারে ছিলেন। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। বাজারে থাকা লোকজন তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাকে মৃত ঘোষণা করেন।

মোস্তার তিন ছেলেমেয়ের মধ্যে তাসলিমা সবার ছোট। সে চলতি বছর হরিখালি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

বাবার মৃত্যুতে পরিবারের অন্যদের মতো সেও ভেঙে পড়ে। মঙ্গলবার বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ অবস্থায় বাড়িতে বাবার মরদেহ রেখে তাসলিমা মঙ্গলবার সকালে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১২নং কক্ষে পরীক্ষায় অংশ নিতে যায়।

হরিখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মাসুদ বলেন, তাসলিমার বাবার মৃত্যুতে সবাই মর্মাহত। মৃত্যুর খবরে তাদের বাড়িতে যান তিনি। তাসলিমাকে মানসিকভাবে ভেঙে না পড়ে সান্ত্বনা দিয়ে পরীক্ষায় অংশ নিতে মনে সাহস জুগিয়েছেন।

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব আবদুল হাই বলেন, বাবার মৃত্যুতে পরীক্ষার্থী তাসলিমার মনের অবস্থা খারাপ। সে যেন পরীক্ষা দিতে মনোবল না হারায় এ ব্যাপারে সান্ত্বনা দেওয়া হয়েছে।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি স্বীকৃতি প্রামাণিক জানান, ওই ছাত্রী যেন সব পরীক্ষায় অংশগ্রহণ ও ভালো ফলাফল করে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ