হাওরের বাতাসে দুলছে ধানের সোনালি শিষ। চলছে ফসল কাটার উৎসব। সপ্তাহখানেক আগে থেকে টুকটাক ধান কাটা শুরু হলেও বৈশাখ মাসের প্রথম দিন থেকে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন কৃষক–শ্রমিকেরা। ধান কাটা থেকে শুরু করে বাড়িতে নেওয়া, মাড়াই এবং সেদ্ধ করার কাজে হাওরের নারী-পুরুষ, ছোট–বড় সবাই ব্যস্ত। চারদিকে উৎসবের আমেজ। ছবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ ও নিকলীর বড় হাওরে ধান কাটার উৎসব:








