সর্বশেষ
‘ছোটবেলার ক্রাশ, এখনও কত সুন্দর আপনি’
বাংলাদেশের সঙ্গে বৈঠক নিয়ে বিজ্ঞপ্তিতে যা জানাল পাকিস্তান
চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি ছুড়ল যুবক
বিএনপিকে পাশ কাটাতেই সরকার নির্বাচন বিলম্ব করছে: দুদু
‘সাকিব কি বলেছে, আমি স্যরি’
মির্জা ফখরুলের সঙ্গে থাইল্যান্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিডিআর হত্যার তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি
পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরতে চেয়েছিলেন মেসি
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
বৈষম্যহীন সিদ্ধান্ত নিয়ে চীনা হাসপাতাল পঞ্চগড়ে করতে হবে : রাশেদ প্রধান
ইয়েমেনি বন্দরে মার্কিন হামলায় হতাহত ১৮৪
ওয়াকফ বিল পাসের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
পর্যাপ্ত সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়: গোলাম পরওয়ার
কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা
ওজন কমায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তরমুজ

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্ত ও চূড়ান্ত করার পর তাদের তথ্য সিআইবিতে (ঋণ তথ্য ব্যুরো) দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক এসব গ্রাহককে ইচ্ছাকৃত খেলাপি (ডব্লিউ ডি বা উইলফুল ডিফল্ডার) হিসেবে প্রদর্শন করবে।

বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

এতে বলা হয়, ব্যাংকগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্ত ও চূড়ান্ত করার পর এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করতে হবে। ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাকে সিআইবিতে ডব্লিউ ডি বা উইলফুল ডিফল্ডার হিসেবে প্রদর্শন করতে হবে। এ ছাড়া ব্যাংকগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা হিসেবে চূড়ান্ত গ্রাহককে এই বিষয়ে পত্র দেওয়ার সময় যাচাই করা তথ্যসহ সিআইবিকে সরবরাহ করতে হবে।

ব্যাংক থেকে ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার পুঞ্জীভূত তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে বিবরণী আকারে প্রতি তিন মাস পরপর পরবর্তী মাসের দশ তারিখের মধ্যে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে দাখিল করতে হবে। এ ছাড়া এ সংক্রান্ত যাবতীয় দলিলাদিসহ হালনাগাদ বিবরণী বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের চাহিদা মোতাবেক উপস্থাপন করবে।

প্রসঙ্গত, আগেই ‘ইচ্ছাকৃত ঋণগ্রহীতা শনাক্তকরণ ও চূড়ান্তকরণ এবং তাদের বিরুদ্ধে গৃহীতব্য ব্যবস্থা’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। তাতে কারা হবেন ইচ্ছাকৃত খেলাপি, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে- সেসব বিষয়ে নির্দেশনা রয়েছে।

এছাড়া চলতি মাস থেকে ইচ্ছাকৃত খেলাপিদের খোঁজা শুরুর কথা ছিল। চলতি মাসের মধ্যে ‘ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্তকরণ ইউনিট’ গঠন করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ