সর্বশেষ
ইন্টারনেট ব্যবহারকারীরা সুখবর পেতে যাচ্ছেন!
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না : মির্জা ফখরুল
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা বিকেলে
এআই সাংবাদিকতার স্থান নিতে পারবে না: ইতালীয় সংবাদপত্রের সম্পাদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ
চা-বাগান জ্বলছে খরায় 
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বিসিআইসিতে বিশাল নিয়োগ, আবেদন করুন দ্রুত
উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা

ব্রাইডাল লুকে দেশি তারকারা

বিনোদন ডেস্ক

ঈদের শেষে পড়ে যায় বিয়ের ধুম। তাই যাঁরা ব্রাইডাল লুক নিয়ে এখনো চিন্তায় আছেন, তাঁদের জন্য বাংলাদেশি তারকাদের সাজপোশাক আদর্শ হতে পারে। এদিক থেকে শাড়ি ও লেহেঙ্গাকে এগিয়ে রাখতেই হবে। ট্রেন্ডি লুকগুলো দেখে আসি চলুন।

লাল শাড়ির আবেদন চিরন্তন। সঙ্গে মানানসই লাল ওড়না একপাশে স্টাইল করে নিয়েছেন অভিনেত্রী ও মডেল সুনেরাহ বিনতে কামাল। ট্রেন্ডি কুন্দন ও পাথরের ভারী গয়না এবং সেমিন্যুড মেকআপে সেজেছেন তিনি। স্লিক বানে শোভা বাড়িয়েছে জিপসি ফুল আর লাল ওড়না।

অভিনেত্রী সাফা কবির পরেছেন সিকুইন ও এমব্রয়ডারির কাজ করা সিলভার বা রুপালি রঙের আকর্ষণীয় লেহেঙ্গা। ফুল, পাতা, জিগজ্যাগ প্যাটার্ন সবই ফুটে উঠেছে নকশায়। অভিনেত্রী ওড়নাটা নিয়েছেন হেয়ারস্টাইলের সঙ্গে স্টাইল করে। সেজেছেন গ্ল্যাম মেকআপে। বিয়ের মৌসুমে যাঁরা সাজপোশাক নিয়ে এখনো চিন্তায় আছেন, তাঁদের জন্য সাফার এই সাজ হতে পারে আদর্শ।

লাল টুকটুকে সনাতনী ব্রাইডাল লুকে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পরেছেন সোনালি জরি সুতার কাজের লাল জামদানি। সঙ্গে কনুইহাতা ম্যাচিং ব্লাউজ। আকর্ষণীয় সোনার গয়নায় সেজেছেন। হাতে শোভা পাচ্ছে আলতা আর শাঁখা-পলা। মাথায় জামদানি ওড়না ছাড়া পরেছেন খুব সুন্দর একটা শোলার মুকুটও। লাল টিপ, কপাল চন্দন, লাল লিপস্টিক, সোনালি আইশ্যাডো আর আইলাইনারে তাঁকে লাগছে অপূর্ব।

ভিন্ন আমেজের ব্রাইডাল সাজের জন্য অভিনেত্রীর এই লুক রিক্রিয়েট করতে পারেন আপনিও। বেজ রঙের জমকালো একটি শাড়ি পরেছেন তিনি শ্রীলঙ্কান স্টাইলে। সঙ্গে ডিপনেক ও কনুইহাতা ম্যাচিং ব্লাউজ জুটি বেঁধেছে। পোশাকের পুরোটায় মুক্তা, পুঁতি আর সিকুইনের নিখুঁত কাজ ফুটে উঠেছে। আলাদাভাবে আকর্ষণ কাড়ছে গয়না। কয়েক লহরের সোনা ও মুক্তার ডিজাইন করা নেকপিস পরেছেন। কানে পরেছেন ঝুমকা। হেয়ারস্টাইলে যুক্ত হয়েছে টায়রা ও টিকলি। খোঁপায় শোভা বাড়িয়েছে ফুল। অভিনেত্রী এক হাতে পরেছেন মুক্তা বসানো চুড়ি, আরেক হাতে রতনচুর। পোশাক ও গয়নায় রাজকীয় আমেজ ষোলো আনাই ফুটে উঠেছে তাঁর। তাই মেকআপ রেখেছেন মিনিমাল।

চিরাচরিত লাল কিংবা মেরুন নয়, ভিন্ন আমেজের প্লাটিনাম পার্পেল রঙের ফুলস্লিভ লেহেঙ্গা পরেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পুরো পোশাকেই রয়েছে সিকুইন, জারদৌসি আর পুঁতির নকশা করা ফ্লোরাল মোটিফের নিখুঁত কাজ। অভিনেত্রীর চোখের সাজে প্রাধান্য পেয়েছে কাজল আর পোশাকের রঙের আইশ্যাডো। ঠোঁটে শোভা পাচ্ছে ন্যুড পিঙ্ক ধাঁচের লিপস্টিক। এ ছাড়া ব্লাশঅন আর হাইলাইটার সাজকে দিয়েছে জমকালো ভাব। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছেন নেকপিস, দুল, টিকলি, রতনচুর আর চুড়ি।

স্প্রিং মিন্ট রঙের অসাধারণ একটা শিমারি লেহেঙ্গা পরেছেন লাস্যময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফুলস্লিভ টপ আর বটমে নিখুঁত ফ্লোরাল কাজ ফুটে উঠেছে। সাদা-সবুজ পাথরের অলংকার আর ব্যুড মেকআপে যেন আলো ছড়াচ্ছেন অভিনেত্রী।

তানজিন তিশার পিচরঙা লেহেঙ্গায় ব্রঞ্জের কারুকাজ করা। ছোট ছোট ফ্লোরাল এমব্রয়ডারিও নজর কাড়ছে। এই পোশাকের সঙ্গে জমকালো আমেজের সোনা ও মুক্তার অলংকার পরেছেন তিনি। সাজেও জমকালো ভাব।

অভিনেত্রী সাদিয়া আয়মানের রুপালি-সাদা লেহেঙ্গায় নিখুঁত স্টোন ও মিরর ওয়ার্ক ফুটে উঠেছে। ম্যাচিং ওড়না জুড়ে দিয়েছেন হেয়ারস্টাইলের সঙ্গে। শোভা বাড়িয়েছে কুন্দনের গয়না।

জমকালো লেহেঙ্গার সাজে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। নানা কাটের গোল্ডেন সিকুইনের সুইটহার্ট নেকলাইন ব্লাউজের সঙ্গে বিশেষভাবে নজর কাড়ছে বটমের অংশটুকুও। বটমের কালো জমিনে গোল্ডেন এমব্রয়ডারি করা ফ্লোরাল কারুকাজ। সঙ্গে আছে ম্যাচিং ওড়না। গোল্ড প্লেটেড ভারী গয়না, খোঁপায় দেওয়া লাল গোলাপ আর সফট গ্ল্যাম মেকআপ লুকে এনেছে আভিজাত্য।

প্যাস্টেল পিচ রঙের ফ্লোরাল এমব্রয়ডারি করা লেহেঙ্গায় আকর্ষণ ছড়াচ্ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

যাঁরা টুকটুকে লাল বউ সাজতে চান, তাঁদের জন্য অনুপ্রেরণা হতে পারে কেয়া পায়েলের এই সাজপোশাক।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ