সর্বশেষ
ইন্টারনেট ব্যবহারকারীরা সুখবর পেতে যাচ্ছেন!
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না : মির্জা ফখরুল
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা বিকেলে
এআই সাংবাদিকতার স্থান নিতে পারবে না: ইতালীয় সংবাদপত্রের সম্পাদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ
চা-বাগান জ্বলছে খরায় 
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বিসিআইসিতে বিশাল নিয়োগ, আবেদন করুন দ্রুত
উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা

চার বছর পর সুপার ওভার দেখল আইপিএল

স্পোর্টস ডেস্ক

চার বছর পর সুপার ওভারের দেখা মিলল আইপিএলে। সবশেষ ২০২১ সালে দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচ সুপার ওভারে গড়িয়েছিল। এবার সেই সুপার ওভারের স্মৃতি ফিরল। এবারও সুপার ওভারের সাক্ষী হয়ে রইল দিল্লি, তাদের সামনে ছিল রাজস্থান।

দিল্লির দেওয়া ১৮৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে রাজস্থান ৪ উইকেটে ১৮৮ রানে থামলে প্রয়োজন হয় সুপার ওভারের। তাতে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১১ রান করে রাজস্থান। নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে রান আউট হন রিয়ান পরাগ এবং যশস্বী জয়সওয়াল। শিমরন হেটমেয়ার করেন ৫ বলে ৭ রান।

জবাবে দিল্লি ক্যাপিটালস ৪ বলেই ১৩ রান তুলে জয়ের দেখা পেয়ে যায়। লোকেশ রাহুল এবং ট্রিস্টান স্টাবস এনে দেন রুদ্ধশ্বাস এক জয়। এই জয়ের ফলে আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এলো দিল্লি। আর ৭ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া রাজস্থান এখন আট নম্বরে ধুঁকছে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ৫ উইকেটে ১৮৮ রান তোলে। প্রাথমিক চাপ সামলে দিল্লিকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল।

লোকেশ রাহুল ৩২ বলে ৩৮ রানে আউট হলেও পিচের এক দিক আগলে রেখেছিলেন অভিষেক। আইপিএলে প্রতি ম্যাচেই দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের আস্থার মর্যাদা দিচ্ছেন অভিষেক। শেষ পর্যন্ত ১ রানের জন্য ফিফটি হাতছাড়া হয় তার। ওয়ানিন্দু হাসরঙ্গের বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে অভিষেক করলেন ৩৭ বলে ৪৯ রান।

শেষ দিকে দিল্লির রান তোলার গতি বাড়ান অধিনায়ক অক্ষর। ৪টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৪ বলে ৩৪ রান করেন তিনি। কিছুটা চেষ্টা করেন স্টাবসও। তিনি অপরাজিত থাকেন ১৮ বলে ৩৪ রান করে।

১৮৯ রান তাড়া করতে নামা রাজস্থানের পক্ষে সমান ৫১ করে আসে ওপেনার যশস্বী জয়সোয়াল ও নীতিশ রানার ব্যাটে। তবে জোড়া ফিফটিতে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত দিল্লির মতোই সমান ১৮৮ রানে থামে তারা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ