এখন অনেকটা এমন হয়ে গেছে— সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাবার আগে হোয়াটসঅ্যাপ চেক করা চাইই চাই। মাঝের সময়েও মেসেজিং অ্যাপটাতে বাড়তি নজর। ছবি, ভিডিও বা কোনো ডকুমেন্টস পাঠাতে অ্যাপটি অন্যতম ভরসার। ব্যবহারকারিদের কথা মাথায় রেখে নতুন নতুন ফিচারও নিয়ে আছে হোয়াটসঅ্যাপ।
স্টোরিতে ভিডিওর টাইম বাড়াতে যাচ্ছে যোগাযোগমাধ্যমের অন্যতম জনপ্রিয় অ্যাপটি। অ্যান্ড্রয়েডের জন্য বিটা ভার্সনের ব্যবহারকারীরা তাঁদের স্ট্যাটাস আপডেটে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্লিপ শেয়ার করতে পারবেন। আগে এটার পরিথি ছিল ৬০ সেকেন্ড।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা মসৃণ করতে এই সিদ্ধান্ত। এই ফিচার বর্তমানে বেশ কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টারের জন্য বরাদ্ধ আছে। ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে। যাদের কাছে লেটেস্ট বিটা ভার্সন আছে, তারা স্ট্যাটাস তৈরি করার সময় ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও আপলোড করে পরীক্ষা করতে পারবেন।
যদি এই ফিচার থেকে থাকে, তাহলে ভিডিওতে কোনও কাট-ছাঁট না করেই আপলোড করা সম্ভব হবে। এটি নিশ্চিত করার জন্য ট্রিমিং ইন্টারফেসের স্ক্রিনে ১:৩০ মিনিটের সীমা প্রদর্শিত হবে। তবে এটি এখন শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন। আইফোন ইউজারদের পেতে অপেক্ষা বাড়ছে।