ছয় দফা দাবিতে দেশজুড়ে ‘রেল ব্লকেড’ কর্মসূচি আহ্বান করলেও তা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা উপদেষ্টার আহ্বানে ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে গুরুত্বপূর্ণ বৈঠক করতেই ‘রেল ব্লকেড’ কর্মসূচি শিথিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার কিছু আগে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করেছে। তারা জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টা বা তার কোনো প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা হবে।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যকরী উপদেষ্টা রহমত উল আলম শিহাব বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের অনুরোধ করেছেন যেন তার সঙ্গে বৈঠক না করে কোনো কর্মসূচি না পালিত হয়। সেই অনুরোধের ভিত্তিতেই আজকের রেলপথ অবরোধ কর্মসূচি আপাতত শিথিল করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়।
এছাড়া, আন্দোলনের প্রেক্ষিতে গতকাল রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দিয়ে তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।