সর্বশেষ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বিসিআইসিতে বিশাল নিয়োগ, আবেদন করুন দ্রুত
উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা
পাকিস্তানের কাছে হারলেও যেভাবে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি
তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি
শেখ হাসিনার পরিবারসহ ১১ শিল্প গ্রুপের অর্থ পাচার, উদ্ধারে আন্তর্জাতিক সংস্থায়
অতিরিক্ত রাগ ও চিৎকার যেসব রোগের ঝুঁকি বাড়ায়
অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফির মধ্যে পার্থক্য কী? কখন কোনটা প্রয়োজন?
ফ্রিজ ছাড়াই খাবার, সবজি ও ফল টাটকা রাখবেন যেভাবে
স্ক্যাম প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ
টাইপ ৫ ডায়াবেটিসে আক্রান্ত কম বয়সীরা, ঝুঁকি থেকে বাঁচতে করণীয় কী?
ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, কী অর্থ বের করেছেন বিজ্ঞানীরা?
ইঞ্জিনিয়ার হয়েও টালিউড কাঁপাতে ফিরেছেন এক সময়ের এই কিউট শিশুশিল্পী
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধু, আরও যত উপকার

‘মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন, এটি গ্লানিকর’

নিজস্ব প্রতিবেদক

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, যারা সত্যিকার মুক্তিযোদ্ধা আছেন, তারা প্রতিনিয়ত বিব্রতবোধ করছেন। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন। এটি গ্লানিকর। এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা অনেক উদ্যোগ নিয়েছি।

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে আজ বৃহস্পতিবার মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথগ্রহণ করেছিল, তা আমাদের জন্য এক বীরত্বগাঁথা অধ্যায়।

উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সাংবিধানিক সরকার। এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গেও সংযোগ স্থাপন করেছে।

তিনি বলেন, তখনকার নির্বাচিত যে নেতারা ছিলেন, তারাই এই সরকার গঠন করেছেন। ১৭ এপ্রিল জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। আমরা গতকাল ফিরে যেতে পারব না। ইতিহাসের ওপর কোনো কিছু আরোপ করা যায় না।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এরং মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মুজিবনগর দিবসে উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই। কারণ ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়।

তিনি বলেন, পরবর্তী নির্বাচিত সরকার এসে কী করবে এটি তাদের ব্যাপার। আমাদের অনেক গৌরবের বিষয় আছে, যেগুলো আমরা ইচ্ছে করে বিতর্কিত করতে চাই না। ইতিহাস অমোচনীয় থাকা উচিত।

তিনি বলেন, বিভিন্ন রকমের দুই হাজার সাতশর বেশি মামলা আছে। এসব মামলা নিষ্পত্তির প্রয়োজন আছে। আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি।

ভোর ৫টা ৪৩ মিনিটে গার্ড অব অনার ও জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুখ-ই-আজম, বীরপ্রতীক।

এ সময় ১৯৭১ সালের ১৭ এপ্রিলের জাতীয় নেতাদের প্রতি সামরিক কায়দায় গার্ড অব দেন মেহেরপুরের ১২ আনসার সদস্য। জীবন সংগ্রামে হার না মানা দুই আনসার সদস্যকে সম্মাননা দেওয়া হয়। এরপর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা।

সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টার সফরসঙ্গী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপদেষ্টা ফারুক-ই-আজম মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ও আম্রকাননের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিশান সাবের মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে  অনুমতি পাননি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ