আইপিএল ২০২৫-এ হঠাৎ করে ম্যাচের মাঝখানে ব্যাট মাপা শুরু হয়েছে। ১৩ এপ্রিল থেকে এই নিয়ম চালু হয়েছে। তখন থেকেই অনেকেই প্রশ্ন তুলেছেন, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
আইপিএল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ক্রিকইনফো জানিয়েছে, ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বড়সড় ব্যাট ব্যবহার করে যেন ব্যাটাররা বাড়তি সুবিধা না পায়, সেটাই মূল লক্ষ্য।
আগে কি ব্যাট মাপা হতো?
আগের কয়েক মৌসুমেও ব্যাট মাপা হতো, তবে তা ম্যাচের আগের দিন অনুশীলনের সময়। তাও সব ব্যাটার নয়, কয়েকজনকে এলোমেলোভাবে বেছে নিয়ে ব্যাট মাপা হতো। ফলে ম্যাচের দিন অন্য ব্যাট ব্যবহার করলেও কোনো সমস্যা হতো না।
এবারের নিয়মে পরিবর্তন কী?
এবার সরাসরি ম্যাচ চলাকালীন ব্যাট মাপা হচ্ছে। ফিল্ড আম্পায়াররা সঙ্গে ব্যাট গেজ রাখেন। ইনিংসের শুরুতে দুই ওপেনারের ব্যাট মাপা হয়। পরে যে ব্যাটার মাঠে নামবে, তার ব্যাটও মাঠে ঢোকার সময় মাপা হয়। যদি কেউ ব্যাট বদলায়, নতুন ব্যাটও পরীক্ষা করা হয়।
কীভাবে ব্যাট মাপা হয়?
ব্যাট গেজ হলো একটি আয়তাকার ফ্রেম, যার মধ্যে বাড়ির ছাদ আকৃতির কাটআউট থাকে। ব্যাটের নিচের অংশ সেই ফ্রেমের ভেতর দিয়ে যেতে হবে। ব্যাটের প্রস্থ ১০.৮ সেন্টিমিটারের বেশি, ধার ৪ সেন্টিমিটারের বেশি এবং মোট পুরুত্ব ৬.৭ সেন্টিমিটারের বেশি হলে তা অবৈধ বলে গণ্য হয়।
এখন পর্যন্ত কাদের ব্যাট ফেল করেছে?
শেষ পাঁচ দিনে সব ব্যাটারের ব্যাটই যাচাইয়ের মুখে পড়েছে। তবে এখন পর্যন্ত খুব বেশি ক্রিকেটার এর পরিণতি ভোগ করেননি। শুধু কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড় সুনীল নারাইন ও অনরিখ নরকিয়ার ব্যাট গেজ টেস্টে ফেল করেছে। যার ফলে তাদেরকে অন্য ব্যাট যা বৈধতার মাপকাঠিতে ছিল, সে ব্যাট দিয়ে ব্যাট করতে হয়েছে তাদের।
শাস্তি কী?
আইপিএলে কোনো পয়েন্ট কাটা বা জরিমানা হয় না। শুধু অবৈধ ব্যাট দিয়ে খেলতে দেওয়া হয় না। তবে ইংল্যান্ডে, কাউন্টি চ্যাম্পিয়নশিপে, ব্যাট অবৈধ হলে পয়েন্ট কাটা হয়। উদাহরণস্বরূপ, ২০২৪ সালে এসেক্স দল ১২ পয়েন্ট কাটা পড়েছিল।
কেন এখন এই সিদ্ধান্ত?
ম্যাচ অফিসিয়ালরা বেশ কিছুদিন ধরেই বড় ব্যাট নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। আগে নিয়ম শিথিল থাকায় অনেক ব্যাটার ইচ্ছামতো বড় ব্যাট ব্যবহার করতেন। এখন আইপিএল চায় ব্যাট ও বলের লড়াই সুষম রাখতে। তাই কড়াকড়ি শুরু হয়েছে।