রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। পরীক্ষার্থীদের জন্য তারা বিনামূল্যে খাওয়ার পানি, তথ্য সহযোগিতা, অভিভাবকদের বসার ব্যবস্থা, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও অভ্যন্তরীণ খাবারের দোকান তদারকির মতো মানবিক কর্মসূচি হাতে নেয়।
এ উপলক্ষে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে একটি ‘তথ্য সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই কার্যক্রমে অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবক উপকৃত হয়েছেন।
শুভসংঘের সদস্যরা বিভিন্ন একাডেমিক ভবনে পরীক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে পৌঁছে দেন, তাদের প্রশ্নের উত্তর দেন এবং আশেপাশে পরিবেশ পরিষ্কার রাখার জন্য ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালান। এছাড়াও শুভসংঘের পক্ষ থেকে অভ্যন্তরীণ দোকানগুলোতে পণ্যের দাম তালিকা যাচাই করা হয় যাতে কেউ অতিরিক্ত দাম না নিতে পারে।
শুভসংঘ’র তথ্য সহায়তা কেন্দ্রে পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমেদ । তিনি বলেন “ভর্তিচ্ছুদের জন্য বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সহায়ক। আমরা এই ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে সবসময় স্বাগত জানাই।
পরিচ্ছন্নতাকালে সংগঠনটির রাবি শাখা সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন টনিক বলেন, “পরীক্ষার দিন ক্যাম্পাসে হাজারো মুখ। আমরা চাই, এই মুখগুলোর কেউ যেন পথহারা না হয়, দিশাহারা না হয়। আমরা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা এবং বিনামূল্যে পানির বোতল বিতরণ করেছি। ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও খাবারের দোকানগুলোতে মূল্য তদারকি করেছি, যাতে কেউ অতিরিক্ত দাম না নিতে পারে। শুভসংঘ সবসময়ই মানুষের পাশে থেকে কাজ করতে চায়, এ উদ্যোগ তারই একটি অংশ।”
তিনি আরো বলেন, “আজকের কার্যক্রমে প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আশা করি আগামী ২৬ এপ্রিলের পরীক্ষাতেও আমরা একইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো।”
সার্বিক বিষয়ে সংগঠনের রাবি শাখা সভাপতি মাহবুব হাসান বলেন, “ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চোখে উদ্বেগ থাকে, অভিভাবকদের চোখে অচেনা জায়গার আতঙ্ক। আমরা সেই জায়গায় দাঁড়িয়েই তাদের জন্য কিছু করতে চেয়েছি। এটি শুধু সহযোগিতা নয় ; একটি মানবিক দায়বদ্ধতা, যেটা শুভসংঘ আমাদের শেখায়।”
এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত থেকে ভর্তিচ্ছুদের সার্বিকভাবে সহায়তা করেন বসুন্ধরা শুভসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মিশন চাকমা, সাংগঠনিক সম্পাদক সামিয়া রহমান সিমি, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন পসনেম, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রান্ত কুমার দাশ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক স্মৃতি রাণী, ক্রীড়া সম্পাদক আল ফারাবী দুরন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য- মাহবুবা ইসলাম মেরিনা, নাসির হোসাইন, কে এম মুর্তজা আহমেদ, মো. রুবেল, হাসানুজ্জামান, মো. রাসেল শেখ ও সদস্য ইমরান হোসেন।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর