কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দেরি করে কেন্দ্রে আসায় চার পরীক্ষার্থীকে হলে বসতে দেওয়া হয়নি। আজ শনিবার (১৯ এপ্রিল) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে।
কেন্দ্র সূত্রে জানা যায়- সিফাত, সাজ্জাদ, সানজিদা এবং সামিউল নামে চার পরীক্ষার্থী নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে পরীক্ষা কেন্দ্রে আসায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এদের মধ্যে সাজ্জাদ নারায়ণগঞ্জ, সিফাত ঢাকা এবং সামিউল কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে এসেছিলেন।
পরীক্ষার্থী সাজ্জাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পলিসিতে রয়েছে নির্দিষ্ট সময় পর কাউকে প্রকাশ করতে দিবে না। রাজশাহীতে দেখেছি ১০-১৫ মিনিট পরে যারা পরীক্ষার হলে গেছে, তাদেরকে প্রবেশ করতে দিয়েছে কিন্তু এখানে দিলো না। সময় দিলে ভালো হতো, আরও ৪০ মিনিট সময় ছিল।
এ দিকে পরীক্ষার্থী সিফাত বলেন, পাঁচ মিনিটের বেশি হওয়ায় আমাকে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
রাস্তায় অনেক জ্যাম ছিল। নারায়ণগঞ্জ থেকে আসতে; তাই দেরি হয়ে গেছে। আমার আর কিছু বলার নেই।
এ বিষয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আহসান উল্যাহ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা পূর্বেই দেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী ওই শিক্ষার্থীরা দেরিতে আসায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর