অভিনেত্রী তানজিন তিশার রূপে সবসময় মজে থাকেন ভক্তরা। শাড়ি, লেহেঙ্গা বা সালওয়ার কামিজের মতো এথনিক পোশাকে তাঁর জুড়ি নেই। জমকালো বা সাদামাটা সাজে, সব রকম লুকেই তিনি সমান আকর্ষণ জাগান। এদিকে বিভিন্ন সময়ে পশ্চিমা পোশাকেও দেখি আমরা তাঁকে।
ক্যাজুয়াল টিশার্ট, ড্রেস, গাউনসহ সব পোশাকেই সমান স্বচ্ছন্দ তিনি। তবে মাঝে মাঝে তানজিন তিশা কিন্তু বেছে নেন একেবারে অন্যরকম ফিউশনওয়্যার। এমন সব পোশাকে এই অভিনেত্রীর আকর্ষণ জাগানো ৭টি লুকে দেখে নিন চলুন এবারে।
ওয়াইন রঙের শারারা কাট প্যান্টের সঙ্গে ম্যাচিং ক্রপ টপ আর কেপ স্টাইলের ফিউশনওয়্যারে আনজিন তিশা
রূপালি কাজের প্যাস্টেল শেডের লেহেঙ্গার সঙ্গে শিয়ার ফেব্রিকের কেপ দিয়ে আনা হয়েছে গাউনের আমেজ
কেপ স্টাইল কোট, ম্যাচিং ভেস্ট আর ফিউশন কাটের পেন্সিল স্কার্টের সঙ্গে স্টেটমেন্ট নেকপিসে গ্ল্যামারাস তানজিন তিশা
সিকুইনের ব্লাউজের সঙ্গে কালো শাড়ির ফিউশন ড্রেপে সোনায় সোহাগা হয়েছে হিল দেওয়া কালো অ্যাংকেল বুট
ফ্রিল আর বেল্টের লুকে প্যাস্টেল শেডের শারির ফিউশন লুকে তানজিন তিশা
এখানে অভিনেত্রী পরেছেন অফ দ্য শোল্ডার ফিউশন কাট গাউন
কাফতান আর জাম্পস্যুটের সমন্বয় বলা চলে তিশার এই লেবু সবুজ পোশাকটিকে
স্কার্ট আর টপে কেপ স্লিভস। সব মিলে এই প্যাস্টেল শেডের পোশাকটি গাউনের আমেজ দিচ্ছে
থাই স্লিট ফিউশন ওয়্যারের সঙ্গে মানানসই চোকার পরেছেন তিশা
সিকুইনের নট ডিটেইলস দেওয়া ড্রেসে ফিউশন স্টাইল কাট রয়েছে তিশার এই লুকে