এই সময়ের লাস্যময়ী অভিনেত্রীদের মাঝে অনেকটা এগিয়ে আছেন মন্দিরা চক্রবর্তী। তাঁকে আমরা নানা সময়ে বিভিন্ন ধরনের পোশাকে আবেদন ছড়াতে দেখি। দেশি লুক ছাড়াও ওয়েস্টার্নে বেশ স্বচ্ছন্দ এই অভিনেত্রী। দেখে নিন মিনিড্রেসের ৭টি আবেদনময় লুকে মোহনীয় মন্দিরাকে।
হটপিংকের প্রাধান্য দেখা যাচ্ছে নিউ ইয়র্কের ব্যাকগ্রাউন্ডে মন্দিরার এই মিনিড্রেসে
গ্ল্যামারাস ব্যাকলেস লিটল ব্ল্যাক ড্রেসের সঙ্গে আকর্ষণ বাড়াচ্ছে সিকুইনের ব্যাগ আর লাল ঠোঁট
কাউল নেলের ঝিকিমিকি বেবি পিংক মিনিড্রেসের সঙ্গে ম্যাচিং ব্যাগ নিয়েছেন মন্দিরা
ডইপ ভি নেকের রূপালি সিকুইনের মিনিড্রেসে মন্দিরার গ্ল্যাম লুক
সাদা পোশাকে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
পিপ হোল দেওয়া হাইনেক ফুলস্লিভ রয়েল ব্লু মিনিড্রেসে দেখা যাচ্ছে এখানে তাঁকে
প্রিন্টের সাদা মিনি ড্রেসের সঙ্গে ম্যাচিং স্নিকার্স বেছে নিয়েছেন এই অভিনেত্রী
ছবি: মন্দিরার ফেসবুক