রাজধানীর আদাবর এলাকার রিং রোডে সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে মোঃ শরীফ ওরফে ‘কিলার শরীফ’ নামে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক করেছে। গতকাল রোববার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে ৫০ হাজার টাকা চাঁদা সহ হাতেনাতে তাকে আটক করা হয়।
শেরেবাংলা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ‘সেভেন কাট জেন্টলমেন’স পার্লার অ্যান্ড সেলুন’- এর ভুক্তভোগী মালিকের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করছিল মোঃ শরীফ। হত্যার হুমকি দিয়ে এই দিন চাঁদা হিসেবে ৫০ হাজার টাকা নিতে গেলে সেনা টহল দল তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
আটক মোঃ শরীফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে ইতোপূর্বে দুটি খুনের মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে ১২ বছর কারাভোগ করেছে। সে আদাবরের শীর্ষ সন্ত্রাসী নবি (বর্তমানে দেশের বাহিরে পলাতক) এর পক্ষ থেকে নিয়মিত চাঁদা আদায় করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
গ্রেপ্তারের পর মোঃ শরীফকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী সেলুন মালিক আদাবর থানায় ‘কিলার শরিফ’ এর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেছে।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর