গত বৃহস্পতিবার ( ১০এপ্রিল ) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক হওয়ার পর জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ আছে। জাপানে ২০১৭ সাল থেকে কারিগরি শিক্ষানবিশ হিসেবে কর্মী যাচ্ছেন।
সমঝোতা স্মারক বলা হয়, বাংলাদেশি কর্মীরা বিনা মূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষিত কর্মীরা বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন। জাপানে বেশি হারে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হবে।
কেয়ারগিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, কার পেইন্টিং, ওয়েল্ডিং ও অটোমোবাইল মেকানিক খাতে প্রশিক্ষণের সুযোগ পাবেন কর্মীরা।
এজন্য জাপানিজ ভাষা, সংস্কৃতি ও কাজ শেখানোর জন্য দেশে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (TITP) চালু করা হয়েছে। এই কোর্সে অংশ নিতে হলে আবেদন করতে হবে সরকার নির্ধারিত ওয়েবসাইটে।
বাংলাদেশ সরকারের অধীন Bureau of Manpower, Employment and Training (BMET) বা JDS Program এর মাধ্যমে আবেদন করা যাবে। BMET অফিসিয়াল ওয়েবসাইট:
http://www.bmet.gov.bd
এ বিষয়ে বিএমইটির একজন জনসংযোগ কর্মকর্তা আজ সোমবার ( ২১ এপ্রিল) জানান, জাপানে কাজ করতে আগ্রহীরা ইতোমধ্যেই প্রশিক্ষণের জন্য আবেদন শুরু করেছেন।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর