তারকা অভিনেত্রী পরীমনি সম্প্রতি সেলফিবন্দী হয়েছেন প্রকৃতির সান্নিধ্যে। সবুজে ঘেরা ইকো রিসোর্টে সবুজ পোশাকে ধরা দিয়েছেন তিনি। তাঁর লুকের স্নিগ্ধতায় মুগ্ধ ভক্তরা।
পরীমনির তুলনা শুধুই তিনি। স্বাধীনচেতা এই অভিনেত্রী একেবারে নিজের মতো করেই বাঁচতে পছন্দ করেন। সেলফ কেয়ারের ছোঁয়া মিলছে তাঁর এই স্নিগ্ধ লুকে।
একরঙা সবুজ টি–শার্ট পরেছেন তিনি। সেজেছেন মিনিমাল মেকআপে। কানে ছোট্ট দুল আর সবুজ নেইলপলিশ তাঁর সুন্দর হাতে। দীঘল চুলগুলো ছেড়ে রেখেছেন। তারপর ফ্রেমবন্দী হয়েছেন সেলফিতে
অপরূপা সুন্দরী অভিনেত্রীকে সব সময় সব পোশাকেই একই রকম সুন্দর লাগে।
পরীমনি এসব ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সকাল সকাল’। সমুদ্রে অবকাশযাপনে গিয়ে তোলা মুহূর্তগুলোতে তাঁকে ভীষণ সতেজ লাগছে।