সর্বশেষ
বিয়ে বা বাচ্চা নিলেই মিলবে অর্থসহ বিভিন্ন সুযোগ
যে ভিটামিনের অভাবের পুরুষের শারীরিক দুর্বলতা, সমাধান বিশেষজ্ঞদের
৫ আগস্টের পর সব রাজবন্দি মুক্তি পেলেন, আজহার পেলেন না
হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
ইয়েমেনে হামলার পরিকল্পনা ফাঁস, প্রতিরক্ষামন্ত্রীর পাশে ট্রাম্প
পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে
ফের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’
এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে
এটিএম আজহারের আপিল শুনানি আজ
চীনা ইস্পাত আমদানি রুখতে ভারতের ১২ শতাংশ শুল্ক আরোপ
সিটি ব্যাংকে চাকরির সুযোগ
যেভাবে শান্তির বার্তাবাহক হিসেবে ফুটবলকে ব্যবহার করতেন পোপ ফ্রান্সিস
জাবির ৯ শিক্ষক বরখাস্ত, এক মাসেও জারি হয়নি নোটিশ
নিউইয়র্কে বাংলাদেশির বাড়িতে আগুন, প্রাণ গেল ৩ জনের
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ

ফের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

বিনোদন ডেস্ক

দেশের গণ্ডি পেরিয়ে ফের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বাংলাদেশি তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। এর ইংরেজি নাম রাখা হয়েছে ‘র‍্যাভেন’। ছবিটি ফ্রান্স ও কানাডার দুটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।

এপ্রিল মাসের শেষ সপ্তাহে এটি প্রদর্শিত হবে ফ্রান্সের ১০ম টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যাল এবং কানাডার ১৪তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মনট্রিয়লে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

পরিচালক জানান, ফ্রান্সের টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যালে ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে ‘দাঁড়কাক’ প্রতিযোগিতা করবে জুরি পুরস্কার এবং দর্শক পুরস্কারের জন্য। টুলুজ শহরের শেমিন দ্য লা বিউট মাল্টিপারপাস হলে ২৪ এপ্রিল দুপুর ২টায় প্রদর্শিত হবে ‘দাঁড়কাক’।

২৩-২৭ এপ্রিল পর্যন্ত চলমান এই উৎসবটি দক্ষিণ এশীয় চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এই বছর ১০টি পূর্ণদৈর্ঘ্য এবং ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করবে।

এদিকে কানাডার মন্ট্রিয়লে আগামী ২৪ এপ্রিল থেকে ৪ মে সিনেমা হলে এবং ১-১০ মে অনলাইনে চলবে মনট্রিয়েল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসর। সেখানে ‘দাঁড়কাক’ ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতায় অংশ নেবে।

প্রখ্যাত অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এবিএম সাইদুল হক। জেরিন আক্তার শিমুল এবং আখলাকুজ্জামান খান নতুন মুখ হিসেবে অভিনয় করেছেন।

সিনেমাটির প্রসঙ্গে পরিচালক জায়েদ সিদ্দিকী বলেন, ‘এটি একটি অত্যন্ত ব্যক্তিগত অনুভব থেকে নির্মিত চলচ্চিত্র। আমরা আমাদের প্রবীণদের যে অবহেলা করি, তাদের জীবনে যে অসহায়ত্ব তৈরি হয়, সেটাই ফুটে উঠেছে এই ছবিতে। আমরা প্রত্যেকেই একদিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ব- কিন্তু তাই বলে মূল্যহীন হয়ে যাব না। আমরা খুবই আনন্দিত ছবিটি ফ্রান্স ও কানাডার দুটি মর্যাদাবান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। আশা করছি সাফল্য আসবে। সবার শুভেচ্ছা কামনা করছি।’

‘দাঁড়কাক’এখন পর্যন্ত ১০টি দেশের ১৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এটি বাংলাদেশে ৬ষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার এবং ভারতের ১০ম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জিতেছে। এছাড়াও প্রশংসিত হয়েছে অস্ট্রেলিয়ার ১৫তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, কানাডার ১৩তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব টরোন্টো, যুক্তরাষ্ট্রের ১৩তম ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, রাশিয়ার ১৯তম কাজান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জার্মানির ১২তম ইন্দো-জার্মান ফিল্ম উইক সহ আরও অনেক উৎসবে।

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ