পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স ৪০ পেরিয়েছেন অনেক আগেই। ২০২৬ বিশ্বকাপ যখন চলবে তখন ৪১ পেরিয়ে ৪২ এ পা দিবেন এই তারকা। ধারণা করা হচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক হিসেবেই রোনালদো মাঠ মাতাবেন।
পর্তুগিজের সাবেক তারকা ফুটবলার লুইস ফিগো চাইছেন আগামী বিশ্বকাপেও রোনালদো খেলুক। তিনি বলেন, ‘সে বিশ্বকাপে মূল একাদশে থাকতে পারে। সে এখনও অনেক কার্যকর। আমরা দেখতে পাবো সময় কী বলে। তবে রোনালদো বিশ্বজুড়ে এক অসাধারণ উদাহরণ—তার পেশাদারিত্ব, ফিটনেস ও প্রতিভা সত্যিই অনুকরণীয়।’
ফিগো সত্যিই বলেছেন। বয়স হয়তো রোনালদোর জন্য বাধা হয়ে দাঁড়াবে না। তখনও বর্তমান সময়ের মতোই তিনি কার্যকর থাকবেন বলে মনে করেন সাবেক পর্তুগিজ তারকা। তখনও রোনালদো নিয়মিত গোল করবেন বলে বিশ্বাস করেন এই কিংবদন্তি।
ফিগো বলেন, ‘সে সবসময় গোল করবে —৪০-এ হোক, কিংবা ৪২-এ হোক, তাকে থামানো কঠিন। এখন সে গোলগুলো কতটা গুরুত্বপূর্ণ হবে, সেটা সময় বলবে। তবে আমরা পর্তুগিজরা চাইব, প্রতিটি গোলই হোক ম্যাচ নির্ধারণকারী।’
তবে বয়স ৪০ বছরের সীমানা পার করলেও খেলার মাঠে গতি বা ধার এতটুকু কমেনি রোনালদোর। সৌদি প্রো লিগের আল-নাসর ক্লাবে এই মৌসুমেই আবারও ৩০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আর পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২১৯ ম্যাচে করেছেন ১৩৬ গোল। আন্তর্জাতিক অবসরের কোনও ইঙ্গিতই দেননি তিনি।
এদিকে পর্তুগাল ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে এবং রোনালদো যদি দলে থাকেন, তবে তিনিই হবেন ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি ছয়টি বিশ্বকাপে অংশ নিবেন। আর রোনালদো তার ভবিষ্যৎ নিয়েও পরিষ্কার। ১,০০০টি পেশাদার গোল করার লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত অবসরের কথা ভাবছেন না তিনি।
এদিকে আল-নাসরের সঙ্গে চুক্তি ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে রোনালদোর, যা তার লক্ষ্যের পথে আরও এক ধাপ এগিয়ে দেবে নিশ্চিতভাবেই।
সূত্র: যুগান্তর