দিনভর কাজের চাপ, বাড়ি ফিরে আবার ঘরের কাজ। এর পরে নিজের ত্বকের যত্ন নেওয়ার ইচ্ছা করে না আর। এদিকে মানসিক চাপ, এত কাজের মাঝে ত্বকের হাল যে বেহাল।

টানটান, সুন্দর ত্বক পেতে হলে যত্ন যে নিতেই হবে। তবে সুন্দর ত্বক পেতে যে সব সময় অনেক ঝক্কির তা নয়। বরং সামান্য কয়েকটি বিষয় মাথায় রাখলে, কম খরচেই ঝলমলে হয়ে উঠবে আপনার ত্বক।

নিয়মিত ত্বকের ক্লিনিং খুব গুরুত্বপূর্ণ। বাইরে যান আর ঘরে থাকুন, সারা দিন ত্বকে অনেক ধুলো-ময়লা জমে। মুখ পরিষ্কার না করলে ত্বক জেল্লা হারাবে, ব্রণ-ফুসকুরি হতে পারে। তাই যে কোনও ফেসওয়াশ দিয়ে রোজ মুখ ধুয়ে নিন রাতে।

বাড়িতে বানিয়ে নিন স্ক্রাবার। ওটস গুঁড়ো করে তার সঙ্গে দুধ ও গোলাপজল মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার ধুয়ে স্ক্রাবার লাগিয়ে হালকা করে ঘষে নিন। তেল-ময়লা, মরা কোষ সভ পরিষ্কার হয়ে যাবে।

এখন বর্ষাকাল। এই মরসুমে মুখে বাড়ে ব্রণ, ফুসকরির সমস্যা। এই সময় কামাল দেখাতে পারে গ্রিন টি। এই চা আপনার ত্বকে টোনার হিসেবে কাজ করতে পারে।

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে অবশ্যই ব্যবহার করুন সিরাম। তবে আপনার ত্বকের ধরন বুঝে তবেই সিরাম কিনুন। সিরাম লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে পারেন।

এর সঙ্গে হাতে সময় থাকলে ব্যবহার করতে পারেন দুধ এবং কাঠবাদামের মাস্ক। একসঙ্গে বেটে মুখে লাগিয়ে নিন। অথবা ব্যবহার করতে পারেন অ্যালোভেরা মাস্কও।

এই কটি নিয়ম মেনে চললে কিন্তু ফিরতে পারে আপনার ত্বকের হারানো জেল্লা। রোজ বাড়ির কাজ, এবং বাইরের ধুলো মিশিয়ে যে নোংরা ত্বকে জমে তার জেরেই ধীরে ধীরে হারায় ত্বকের জেল্লা। তবে নিয়মিত তার যত্ন করলে সারাদিনের শেষেও সমান উজ্বল থাকবে ত্বক।








