সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

রাষ্ট্রপতিকে আজকের মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান বিএনপির

অনলাইন ডেস্ক

আন্তবর্তীকালীন সরকার আজকের মধ্যেই গঠন করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, ২৪ ঘণ্টার মধ্যে নির্দলীয় সরকারের কাজ সমাধন করতে হবে। আমি রাষ্ট্রপ্রতির কাছে আহ্বান জানাচ্ছি কালবিলম্ব না করে আজকের মধ্যে ২৪ ঘণ্টা পার হয়ে যাচ্ছে। ২টার মধ্যে দয়া করে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। অন্যথায়, দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।’

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বক্তব্যের শুরুতেই ছাত্র-জনতাকে অভিবাদন জানান। তিনি বলেন, ‘যারা বুকের তাজা রক্ত দিয়ে এ বিজয় এনে দিয়েছে ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই। সকল রাজনৈতিক দলগুলোকেও অভিনন্দন জানাই।’

সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘শুভেচ্ছা জানাচ্ছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে। দুঃখ প্রকাশ করছি কয়েকটি টিভি চ্যানেলে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। আমরা মুক্ত বাকস্বাধীনতায় বিশ্বাসী। প্রতিহিংসার কোনো স্থান নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপ্রতির সঙ্গে বৈঠকের সময় শহীদদের জন্য দোয়া করা হয়েছে। শহীদদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলা হয়েছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, ‘সবাই একমত হয়েছেন, রাষ্ট্রপ্রতি ও স্ব স্ব বাহিনীর একমত বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে। সকল রাজবন্দিদের মুক্তি দিতে।’

ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কারও নাম যখন প্রস্তাব দেবেন, রাষ্ট্রপতি যখনই ডাকবেন তখন আমরা যাব। ছাত্রদের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা রাহু মুক্ত হয়েছি।’ বিএনপি চেয়ারপারসন দেশের পরিস্থিতি জেনেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথম বলেছে, শান্ত থাকতে। অর্জিত বিজয় যাতে ছিনিয়ে না নিতে পারে।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা উনাকে (তারেক রহমান) অনুরোধ জানিয়েছি, যাতে দ্রুত চলে আসেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেমিমা রহমানসহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ