সর্বশেষ
পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ইবি শিক্ষার্থীদের অনশন
বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চলছে: তারেক রহমান
গণঅধিকার পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক
সিনিয়র অফিসার পদে লোক নেবে বিকাশ
সরকার না সরালে পদত্যাগ করব না: কুয়েট ভিসি
পহেলগাঁওকাণ্ডে হৃদয় ভেঙে গেছে বলিউড তারকাদের
প্রধান উপদেষ্টাকে সাবধানে থাকার পরামর্শ মির্জা আব্বাসের
একাধিক কাজ নিয়ে মিষ্টি জান্নাতের ব্যস্ততা
পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, অনলাইনে তোলপাড়!
সোনার দাম সকালে বাড়ল বিকেলে কমল
‘এক বাক্সে ভোট পাঠাতে’ সমমনা ৫ ইসলামি দলের ঐকমত্য
ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদি সরকার: মামুনুল হক
কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হলও খুলেছে
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু

পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের শ্রীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার তিন নেতা ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সংগঠক আশরাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন এবং ইফতি আহমেদ ফাহিম।

গত ২১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তিন নেতা পদত্যাগের ঘোষণা দেন। পরবর্তীকালে বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারি কলেজ আঙিনায় ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটিতে যোগ দেন তারা।

মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করে ছাত্রদলে যোগদান করেছেন তিনজন। তাদের হাত ধরেই বিকশিত হবে শ্রীনগর কলেজ ছাত্রদল।

এ দিকে জানতে চাইলে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য ইফতি আহমেদ ফাহিম। তিনি বলেন, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো গঠনতন্ত্র নেই। তাই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কোনো বাধ্যবাধকতা নেই। তাই ফেসবুকে ঘোষণা দিয়ে আমরা তিনজন স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করেছি। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, জেলার সকল কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। সেই কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অনেকেই ছাত্রদলে যোগ দিচ্ছেন- এটা ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ