তামিল আর তেলেগু সিনেমায় বেশ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন কাজল আগরওয়াল। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের মতো দক্ষিণের কাজলও তাঁর প্রাণবন্ত হাসি আর মায়াময় মুখশ্রী দিয়ে জয় করেছেন লাখো ভক্তের হৃদয়।
প্রভাস থেকে শুরু করে অল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, মহেশ বাবুর মতো দক্ষিণি সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই ৩৯ বছর বয়সী সুন্দরী অভিনেত্রী। সম্প্রতি বিয়ে করেছেন,মা হয়েছেন তিনি। ফিগারে কিছু হেরফের এলেও কাজলের আকর্ষণে ভাটা পড়েনি। ইন্সটাগ্রামে পোস্ট করা এই দক্ষিণি ডিভার নানা লুকের ছবিগুলো সে কথাই বলছে।
হল্টারনেক কালো টপ আর প্যান্টে কাজল আগরওয়াল
দক্ষিণি আমেজে লুঙ্গি আর কুর্তা পরেছেন কাজল
হলুদ স্লিভলেস কামিজের সঙ্গে ফিনফিনে ওড়নায় এই সুন্দরী অভিনেত্রী
সাদা চোলি ঘাগড়ায় আকর্ষণ ছড়াচ্ছেন কাজল
অফ দ্য শোল্ডার লুকের বডিকন ড্রেস পরেছেন তিনি এখানে
শারারা প্যান্ট আর ম্যাচিং শর্ট কুর্তায় ফ্যাশনেবল কাজল
অফ দ্য শোল্ডার কমলা-গোলাপি ড্রেস পরেছেন কাজল
হলটারনেক ব্যাকলেস টপ আর ম্যাচিং স্কার্টে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
বর্ণিল সামার ড্রেস পরেছেন এখানে কাজল
অফ দ্য শোল্ডার হলুদ ড্রেসে চোখ জুড়াচ্ছেন এই অভিনেত্রী
ওয়েট লুকের হেয়ারস্টাইল আর গথিক আমেজের মেক আপের সঙ্গে কালো অফ দ্য শোল্ডার সিকুইন টপের ড্রেস পরেছেন কাজল। আকর্ষণ বাড়াচ্ছে কালো হিলস।
শাড়িতেও সমান সুন্দর কাজল আগরওয়াল