র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিমানবাহিনীর উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত র্যাব সদর দপ্তরে র্যাবের মুখপাত্রের দায়িত্ব বুঝে নেন তিনি।
যোগাযোগ করা হলে র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মুত্তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব নেওয়ার আগে উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী র্যাব-১৩ এর পরিচালক ছিলেন। বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। আর আশিকুর রহমান র্যাবের অপারেশন উইংয়ের দায়িত্বে থাকবেন।