সর্বশেষ
নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা
সরকারি প্রতিষ্ঠানে ৯৯ পদে চাকরি, ১৮ বছরেই আবেদনের সুযোগ
‌‘মাথায় ক্যামেরা, খুনের পর সেলফি তুলেছিল তারা’
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটাররা, থাকবেন তামিমও
আজ যেমন থাকবে ঢাকার আকাশ
চ্যাট ও ছবি ফাঁস হওয়া ঠেকাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
আগামী নির্বাচনে ‘এক্স ফ্যাক্টর’ ইসলামি দল
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি
আড়াই লাখের জিম্বাবুয়ের কাছেও পাত্তা পায় না আট লাখের বাংলাদেশ
কাশ্মীরে পর্যটকরা অস্ত্র নিয়ে এসেছিলেন, দাবি পাকিস্তানের
হামজার ‘অভিষেক’ ম্যাচের টিকিট নিয়ে বিশেষ ব্যবস্থা বাফুফের
মিরপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড
আ.লীগ নিষিদ্ধ ও বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি
পোপের আংটি
ত্বকের জন্য মহাবিপদ সংকেত হতে পারে জলবায়ু পরিবর্তন, কী করবেন তাহলে

পোপের আংটি

আন্তর্জাতিক ডেস্ক

‘দ্য লর্ড অব দ্য রিংস’, একটি আংটির কাহিনি। এর এত ক্ষমতা যে বিশ্বকে ধ্বংস করতে পারে। শয়তান এটি পেতে চায়। ৯ ব্যক্তি অভিযানে বের হয়, যাতে এটি খারাপ কারও হাতে না পড়ে। এ নিয়ে মহাকাব্যিক উপন্যাস লিখেছেন জে আর আর টলকিন। পরে তৈরি হয়েছে চলচ্চিত্রও। তবে পোপের হাতের যে আংটির কথা আমরা বলতে যাচ্ছি, তা কোনো উপন্যাস বা চলচ্চিত্র নয়, একেবারে বাস্তব ঘটনা।

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ, তাঁর ক্ষমতা ও সম্মানের প্রতীক এই আংটি। প্রত্যেক পোপ নতুন আংটি পান। তাঁর মৃত্যুর পর এটি ধ্বংস করা হয়। সাধারণত এর নকশায় সেন্ট পিটারের ছবির ওপর পোপের নাম খোদাই করা থাকে। এই আংটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে।

পোপ নির্বাচিত হওয়ার পর ঊর্ধ্বতন কার্ডিনাল (যাজক) তাঁর নাম ঘোষণা করেন। তাঁর জন্য নতুন আংটি বানানো হয়। নতুন পোশাক পরে জনসমক্ষে আসেন নতুন পোপ। আঙুলে পরেন নতুন আংটি। ঈশ্বরের নামে শপথ নেওয়ার পর তিনি ভ্যাটিকানের ব্যালকনি থেকে ভাষণ দেন। এটি বাকি জীবন তিনি পরে থাকেন, যত দিন পোপ থাকেন। পদ থেকে সরে গেলে বা তাঁর মৃত্যু হলে আংটি খোলা হয় এবং এটি নষ্ট করা হয়।

আংটির অর্থ কী
একে বলা হয় ‘ফিশারম্যানস রিংস’ (জেলের আংটি)। আগে জেলের প্রতিচ্ছবি ছিল। একজন জেলে একটি নৌকায় বসে জাল তুলছেন। মূলত এটি সেন্ট পিটারের প্রতিচ্ছবি। তিনি যিশু খ্রিষ্টের জীবৎকালের অনুসারীদের একজন। তাঁকে বলা হয় প্রথম পোপ। তাঁর পেশা ছিল জেলে। তাঁর প্রতি সম্মান জানিয়ে পরবর্তীকালের পোপদের আংটিতে মৎস্যজীবীর ছবি ব্যবহার করা হয়।

উদ্দেশ্য কী
আগে পোপের ব্যক্তিগত চিঠি এবং আদেশপত্রের জন্য সিলমোহর হিসেবে ব্যবহৃত হতো এই আংটি। এখন আর এটি সিলমোহর হিসেবে ব্যবহৃত হয় না। বরং, এখনকার পোপ আলাদা সিলমোহর ব্যবহার করেন। তবে রীতি অনুযায়ী প্রত্যেক নবনির্বাচিত পোপকে তাঁর যাজকীয় কর্তৃত্বের প্রতীক হিসেবে নিজস্ব আংটি দেওয়া হয়।

চুমু কেন
এটি হলো পোপের প্রতি শ্রদ্ধা ও সম্মানের প্রাচীন প্রথা। এর মাধ্যমে ক্যাথলিকরা চার্চের আধ্যাত্মিক নেতা হিসেবে তাঁকে স্বীকৃতি দেন। একজন যাজক জানান, আংটিতে চুমু খেয়ে পোপের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করা হয়। এটি চার্চ এবং এর নীতির প্রতি ভক্তি প্রদর্শনের উপায় মাত্র।
সাম্প্রতিক বছরগুলোতে এই অনুশীলন কিছুটা কমেছে। বিশেষ করে করোনাভাইরাস মহামারির সময় এ রীতিকে নিরুৎসাহিত করা হতো। কিছু আনুষ্ঠানিক পরিস্থিতিতে এটি এখনও গুরুত্বপূর্ণ আচার হিসেবে চলে আসছে।

ধ্বংস করা হয় কেন
যখন পোপ মারা যান বা পদত্যাগ করেন, তখন প্রথাগতভাবে আংটি ধ্বংস করা হয়। এই প্রক্রিয়াটি পোপের কর্তৃত্বের সমাপ্তি নির্দেশ করে। পোপের পরিবারের একজন সদস্য এবং কার্ডিনালদের উপস্থিতিতে ক্যামেরলেনগো একে হাতুড়ি দিয়ে ভেঙে বা অর্ধেক কেটে নষ্ট করেন। এই কাজটি পোপের নেতৃত্বের পালাবদলের পার্শ্ব অনুষ্ঠানের অংশ। উত্তরাধিকারী বা অন্য কেউ যেন আংটিটি ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।

রীতি অনুসারে একজন ঊর্ধ্বতন কার্ডিনালকে ক্যামেরলেনগো (তত্ত্বাবধায়ক) নিযুক্ত করা হয়েছে। তিনি পোপ ফ্রান্সিসের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। হাত থেকে তাঁর আংটি খুলে ফেলা হয়েছে। আগের পোপেরা স্বর্ণের আংটি পরলেও ফ্রান্সিস পরতেন রুপার। আভিজাত্যের চেয়ে মানবিকতাকে প্রাধান্য দিতেন তিনি।

 

সূত্র: সমকাল

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ