বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের প্রশংসা করায় কটাক্ষের মুখে পড়েছেন। কাশ্মীরে হামলার ঘটনায় ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ খানের সিনেমা ‘আবির গুলাল’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়া মির্জা ফাওয়াদকে নিয়ে একটি মন্তব্য ভাইরাল হয়েছে। এরপরই নেটিজেনদের তোপের মুখে পড়েন অভিনেত্রী।
সিনেমা ‘আবির গুলাল’-এর হাত ধরে ফাওয়াদের বলিউডে ফেরা নিয়ে দিয়া বলেছিলেন—শিল্পকে কখনো ঘৃণার সঙ্গে মেলানো উচিত নয়। ফাওয়াদ যে ফিরছে তা দেখে ভালো লাগছে। আমি আশা করছি, আরও অনেককেই আগামী দিনে দেখতে পাব।
বেশ কিছু দিন আগে সামাজিক মাধ্যমে দিয়া মির্জার সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। ফাওয়াদ ও তার সিনেমা ঘিরে বিতর্কের জেরে তা এখন ভাইরাল। আর এ নিয়ে দিয়াকে আক্রমণ করছেন নেটিজেনদের একটি অংশ।
নেটিজেনদের সমালোচনার জবাব দিয়েছেন দিয়া মির্জা। তার ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন— ভুল তথ্য দেওয়া বন্ধ করুন। গত ১০ এপ্রিল আমি একটি সাক্ষাৎকারে কিছু কথা বলেছিলাম— ভয়াবহ সন্ত্রাসী হামলার অনেক আগে। এখন অযথা আমার সেই কথার প্রচার করা বন্ধ করুন, এটি অত্যন্ত অনৈতিক।
এপ্রিল মাসের শুরুতে ‘আবির গুলাল’ সিনেমার ট্রেইলার প্রকাশ হতেই শুরু হয় সমালোচনা। একজন পাকিস্তানি অভিনেতাকে কাস্ট করার জন্য রোষের মুখে পড়তে হয় নির্মাতাদের। ৯ মে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। এবার কাশ্মীরকাণ্ডের জেরেই ভারতে ‘আবির গুলাল’-এর মুক্তি বাতিল করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘অ্যায় দিল হে মুশকিল’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল ফাওয়াদ খানকে। এটিই ছিল বলিউডে তার শেষ কাজ। ‘আবির গুলাল’-এর হাত ধরে প্রায় ৯ বছর পর বলিউডে কামব্যাক হতো অভিনেতার। কিন্তু তা আর হচ্ছে, অপেক্ষায় থাকতে হচ্ছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে।