বলিউডের সুন্দরী অভিনেত্রী , নৃত্যশিল্পী ও মডেল দিশা পাটানি সব সময় তাঁর গ্ল্যামারাস লুকের জন্য আলোচনায় থাকেন। এই বলিউড ডিভা যা পরেন, তাতেই তাঁকে মানিয়ে যায়। ধারালো ফিগার আর আবেদনময়ী মুখশ্রীর দিশা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন চোখধাঁধানো লুকের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।
সেখানে তাঁকে ড্রেস, গাউন, বিকিনি, হটপ্যান্ট থেকে শুরু করে সব পোশাকেই দেখা যায় ঘুরিয়ে–ফিরিয়ে। তবে দিশার ঝলমলে আমেজের শিমারি লুকের ছবিগুলো যেন বেশি নজরকাড়া। চলুন নির্বাচিত কিছু লুক দেখে আসি আজ।
কমলা-সোনালি রঙের ফিউশন স্টাইলের শাড়িতে নজর কাড়ছেন নায়িকা। জমকালো ফুল স্লিভ ব্লাউজের সঙ্গে প্লিট করা বটম আর একপাশে নিয়েছেন ওড়না
সিকুইনসজ্জিত সিলভার রঙের মিনি ড্রেসে পোজ দিয়েছেন অভিনেত্রী। পায়ে চেলসি বুট শোভা পাচ্ছে
এই লুকে দিশা পরেছেন সোনালি সিকুইনে সজ্জিত স্ট্রাইপ প্যাটার্নের চোখধাঁধানো শাড়ি। জুটি হয়েছে সুইটহার্ট নেকলাইনের স্টাইলিশ ব্লাউজ
সিলভার লেইস আর মুক্তাবসানো তাঁর হলুদ শাড়ির পাড়ে। জমিনে আছে সিকুইনের মিনিমাল কারুকাজ। বিশেষ নজর কাড়ছে সিলভার স্লিভলেস স্টেটমেন্ট ব্লাউজটিও।
সিলভার কোরসেট আর নীল রুশড, স্লিট স্কার্ট পরেছেন দিশা। আর পায়ে পরেছেন মানানসই সিলভার স্ট্র্যাপি হিল
উষ্ণ সোনালি রঙের বডিকন গাউনে নায়িকা। আউটফিটের ক্রিস্টেল বিডেড নেকলাইনের জন্য আরও বেশি গর্জিয়াস লাগছে যেন
ডিপ নেক ব্রালেট স্টাইলের টপ আর মিনি স্কার্টের ডিস্কো আমেজে ধরা দিয়েছেন নায়িকা। তাঁর এই আউটফিটের মূল আকর্ষণ সিলভার সার্কুলার কাটআউট ডিটেইলিং। এর সঙ্গে পরেছেন সিলভার নি-হাই বুট।
সুইটহার্ট নেকলাইনের শিমারি নীল মিনি ড্রেসে গ্ল্যাম ছড়াচ্ছেন দিশা
ব্রালেট, স্কার্ট আর হাতে পরা গ্লাভসে ক্যামেরাবন্দী হয়েছেন এই নাচিয়ে অভিনেত্রী। ক্রিস্টেল, বিডস আর স্টোন বসানো গ্ল্যামারাস আউটফিটে চোখ ধাঁধাচ্ছেন যেন তিনি
স্ট্রেপলেস সিলভার কোরসেট টপ আর ধূসর রঙের ফিগার হাগিং, মিডল স্লিট স্কার্ট পরেছেন তিনি এই লুকে। জুটি হয়েছে হাই হিল
ছবি: দিশা পাটানির ইন্সটাগ্রাম