মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩ এ বিজয়ীর মুকুট জিতে লাইমলাইটে চলে আসেন শাম্মি ইসলাম নীলা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক—এই তিন মাধ্যমেই বেশ জনপ্রিয়তা নীলার।
ফ্যাশন আর বিউটি নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন নিয়মিত। পাশাপাশি মডেলিংও করছেন। আজ নীলার কিছু নির্বাচিত লুক নিয়ে হাল ফ্যাশনের আয়োজন। ইনস্টাগ্রাম থেকে পাওয়া ১৫টি লুকে তাঁকে দেখে আসি চলুন।
গর্জিয়াস নেটের শাড়ির সঙ্গে জুটি হয়েছে নুডল স্ট্রেপের ডিপনেক ব্লাউজ। একদম মিনিমাল ন্যাচারাল মেকআপ করেছেন এই সুন্দরী। কানে হীরার দুল। হাতে ম্যাচিং নেইলপিস
স্ট্রেপলেস বডিকন গাউনের এলিগ্যান্ট লুকে নীলা। হালকা গোলাপি এই ইভিনিং গাউনে বসানো থ্রিডি ফ্লোরাল ডিজাইন। এর সঙ্গে উঁচু করে বাঁধা স্টাইলিশ পনিটেইল। কানে মুক্তার স্টেটমেন্ট দুল আর গোলাপি আভার মেকআপ
এই লুকে কিছুটা ইন্দো–ওয়েস্টার্ন আমেজে ধরা দিয়েছেন নীলা। স্যাটিন ফেব্রিকের সাদা স্ট্রেপলেস সালোয়ার–কামিজ পরেছেন তিনি। কানে মুক্তার বড় দুল
ওভারসাইজড টি–শার্ট আর ডেনিম প্যান্ট জুটি হয়েছে তাঁর এই লুকে। মাথায় বো ব্যান্ড, হাতে নিয়েছেন খুব সুন্দর একটা লাল ব্যাগ।
অফ শোল্ডার, সাইড স্লিট হট পিংক গাউন পরেছেন নীলা। আর মাথায় শোভা পাচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের বিজয়ী মুকুট
রুশড ডিটেলের সবুজ মারমেইড গাউন আর সফট কার্ল হেয়ারস্টাইলে নীলা ক্যামেরাবন্দী হয়েছেন। সেজেছেন কোরাল পিঙ্ক আভার লিপস্টিক, আইশ্যাডো, ব্লাশঅন আর হাইলাইটারে
ফিউশন আউটফিটে নীলা এখানে পরেছেন গামছা দিয়ে তৈরি বটম আর অফ শোল্ডার টপ। গলায় শোভা পাচ্ছে কমলা রঙের নেকপিস
পার্টি লুকে গর্জিয়াস নীলা। ফ্লোরাল কাজ করা আনারকলির সঙ্গে কানে পরেছেন সঙের জুলানো স্টেটমেন্ট দুল। আকর্ষণ কাড়ছে হাতে নেওয়া গর্জিয়াস ক্লাচটিও
পোলকা ডটের কো-অর্ড সেট আর চোখে স্টাইলিশ চশমা। ক্যাজুয়াল লুকে বেশ লাগছে তাকে
সাদা স্যাটিন ড্রেসের সঙ্গে লাল লিপস্টিকের লুক। ফ্যাশনিস্তা একেই বলে
বার্বিকোর থিমের ফিউশন আউটফিটে ফ্রেমবন্দী হয়েছেন। পায়ে গোলাপি হাই হিল
বৈশাখী লুকে শাড়ি বাঙালি–তনয়ার প্রথম পছন্দ। অক্সিডাইসের মিনিমাল গয়না, হাতে কড়ি-ঝুমকার চুড়ি আর কানে গুঁজেছেন কাঠগোলাপ ফুল
এই স্নিগ্ধ লুকে নীলা বেছে নিয়েছেন ফ্লোরাল মিডি ড্রেস
সাদা জাম্পস্যুটের সঙ্গে বিশেষ আকর্ষণ কাড়ছে অনুষঙ্গগুলো। হাতে হলুদ হ্যান্ডব্যাগ আর পায়ে পরেছেন হলুদ ব্লক হিল
বেশ জমকালো আমেজের রেডি টু ওয়্যার ফিউশন শাড়ি পরেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের এই বিজয়ী
ছবি: নীলার ইন্সটাগ্রাম