সর্বশেষ
সর্বশেষ কত হলো স্বর্ণের দাম
বিচ্ছেদের পরও ঘর বাঁধেননি যে নায়িকারা
সাংবাদিকদের নিয়ে ভারতের কড়া সতর্কবার্তা
বেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতক ও অভিজ্ঞতায় চাকরি
সংস্কারের পক্ষে ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি দেবে ইসলামী আন্দোলন
জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে জামায়াতে ইসলামী
‘মেসিকে মেসির মতো থাকতে দিন’, ভক্ত–সমর্থকদের আর্জেন্টিনার ফুটবলপ্রধানের আহ্বান
মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় ‘কিশোর গ্যাং’: ‘অবস্থান জানান দিতে’ মহড়া, নাগরিকদের উদ্বেগ
দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
দ্বিকক্ষবিশিষ্ট সংসদে একমত, সংসদ-রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে দ্বিমত জামায়াতের
আড়িয়াল বিলে ধান কাটলেন দুই উপদেষ্টা
পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেইনি, সুবিধামতো যেকোনো দলে যোগ দেব: আসিফ মাহমুদ
সাত খুনের ১১ বছর, আপিল বিভাগে ঝুলে আছে মামলা
দীর্ঘ লাইনের দিন শেষ, যেভাবে ঘরে বসে করবেন পাসপোর্ট

সাংবাদিকদের নিয়ে ভারতের কড়া সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সকল সংবাদমাধ্যমকে সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি আজ শনিবার (২৬ এপ্রিল) এ সংশ্লিষ্ট একটি পরামর্শ জারি করা হয়েছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, এই পরামর্শটি সংবাদ সংস্থা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্যও প্রযোজ্য। একই সঙ্গে ‘জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার প্রয়োজনীয়তার’ ওপর জোর দেওয়া হয়েছে।

এনডিটিভি উল্লেখ করেছে, সরকার বিশেষভাবে ভিডিও বা দৃশ্যের রিয়েল-টাইম প্রচার, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে সরাসরি প্রতিবেদন এবং চলমান সামরিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য প্রচার নিষিদ্ধ করেছে।

বিবৃতিতে মন্ত্রণালয় সতর্ক করেছে, সংবেদনশীল অপারেশনাল বিবরণের তাৎক্ষণিক প্রকাশ অসাবধানতাবশত শত্রুপক্ষকে সহায়তা করতে পারে, যা মিশনের কার্যকারিতা এবং যুক্ত কর্মীদের নিরাপত্তা উভয়কেই বিপন্ন করে।

ভারতের বিবৃতিতে কার্গিল সংঘাত, ২৬/১১ মুম্বাই হামলা এবং কান্দাহারের মতো অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলা হয়েছে, অতীতে সংকটের সময়ে সংবাদমাধ্যমের অবাধ প্রচার জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর অপ্রত্যাশিত পরিণতি ডেকে এনেছিলো।

সাংবাদিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে বলা হয়, এই বিধান লঙ্ঘনের ফলে প্রযোজ্য আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে সকল টিভি চ্যানেলকে সন্ত্রাসবিরোধী অভিযান বা নিরাপত্তা বাহিনীর চলাচলের সরাসরি সম্প্রচার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে ভারতের মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা-সম্পর্কিত কার্যক্রম সম্পর্কিত বিষয়গুলোর প্রতিবেদন করার সময় সর্বোচ্চ দায়িত্বশীলতা অনুশীলন এবং বিদ্যমান আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ