গণঅভ্যুত্থানের আগে রাজউকের অভিযানে বাধা দিতো রাজনৈতিক দলের নেতারা। পটপরিবর্তনের পর তা আর নেই বলে জানিয়েছেন রাজউকের অভিযানে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সরকার।
আজ রোববার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরখানের মাদারবাড়িতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ লিটন সরকার জানান, রাজধানীতে তিন হাজারের বেশি অবৈধ ভবন রয়েছে। সবগুলোর বিরুদ্ধেই রাজউক মাঠে নামবে। পরিকল্পিত নগরী গড়তে কাউকেই ছাড় দেয়া হয়ে না বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
যদিও ভবন মালিকরাও অকপটে শিকার করলেন- অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করছেন তারা।
তাদের দাবি, স্থান সংকুলান হওয়ার পরিকল্পনা চেয়েও রাজউকের অনুমতি পাননি।
এ দিকে রাজউক কর্তৃপক্ষ জানায়, রাজধানীতে তিন হাজারের বেশি অবৈধ ভবন ও অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে। পরিকল্পিত নগরী গড়ে তুলতে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর