জনপ্রিয় অভিনেতা রঙ্গনাথন মাধবন। বহু বছর ধরে বলিউড, দক্ষীণি ইন্ডাস্ট্রি দুই জায়গাতেই দাপট দেখিয়েছেন এই অভিনেতা। তবে রঙ্গনাথন মাধবন শুরুতে দক্ষিণী সিনেমা দিয়ে জনপ্রিয়তা পেলেও পরবর্তী সময়ে বলিউডের অনেক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন।
পাশাপাশি সিনেমা প্রযোজনা ও পরিচালনাও করেছেন তিনি। তার নির্মিত ও অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমাটি তামিল, হিন্দি, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিলো।
দর্শক-সমালোচকের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছে এই সিনেমা। ২৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিলো ৫০ কোটি রুপি।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর