সর্বশেষ
সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন
খুব সহজেই যেভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন
শিল্পের গ্যাস দিয়ে চলছে বিদ্যুৎ ও সার উৎপাদন, দিশেহারা কারখানা মালিকরা
৪ কর্মসূচি নিয়ে মে মাসে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গ সংগঠন
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভিয়েতনাম থেকে এল ২০ হাজার মেট্রিক টন চাল
রাজনৈতিক দলের ঠিকানা চশমার দোকান, মাদরাসা, ঠিকাদারি অফিস
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
শরীরে কোন বিষয়গুলো ঘটলে মানুষ হঠাৎ করে মারা যায়?
ট্রেনের দাবিতে সড়ক আটকে দিলো জনতা, লালমনিরহাটে চলছে না দূরপাল্লার যান
গণমানুষ ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে: আলী রীয়াজ
দূষণে শীর্ষে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
‘মা পদক’ পাচ্ছেন ডলি জহুর
পাঁচদিন ঢাকায় কাটিয়ে ফের ছুটিতে কোচ কাবরেরা!
অ্যানফিল্ডে লিভারপুলের লাল উৎসব

এআইয়ের দুর্বলতা শনাক্তে ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেবে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন সুবিধার নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতে পারলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেবে মাইক্রোসফট। ডায়নামিকস ৩৬৫ ও পাওয়ার প্ল্যাটফর্মের নির্দিষ্ট সেবা ও পণ্যে থাকা ত্রুটি শনাক্ত করে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার পেতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পাওয়ার প্ল্যাটফর্মের বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ ও কাজ অটোমেশনের প্রক্রিয়া সহজ করতে সহায়তা করে। অন্যদিকে ডায়নামিকস ৩৬৫ হলো গ্রাহক, পণ্য, কর্মী ও কার্যক্রম ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত বিজনেস অ্যাপ্লিকেশন।

মাইক্রোসফট জানিয়েছে, মডেল ম্যানিপুলেশন, ইনফারেন্স ম্যানিপুলেশন ও ইনফারেনশিয়াল তথ্য ফাঁসের মতো ত্রুটি শনাক্ত করে প্রমাণসহ জমা দিতে পারলেই ৫০০ থেকে ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। নিরাপত্তা দুর্বলতার গুরুত্ব, প্রভাব ও প্রতিবেদনের মানের ওপর নির্ভর করে পুরস্কারের পরিমাণ আরও বাড়তে পারে।

গত বছর ‘ইগনাইট’ সম্মেলনে মাইক্রোসফট ‘জিরো ডে কোয়েস্ট’ নামে একটি বিশেষ হ্যাকিং ইভেন্ট চালু করে। ক্লাউড ও এআই প্রযুক্তিনির্ভর পণ্যে থাকা ত্রুটি শনাক্তের এ কার্যক্রমে গবেষকেরা ৬০০টির বেশি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেন। এ বিষয়ে মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টারের (এমএসআরসি) ভাইস প্রেসিডেন্ট টম গ্যালাঘার জানিয়েছেন, হ্যাকিং ইভেন্টে ৬০০টির বেশি নিরাপত্তা দুর্বলতার তথ্য পাওয়া গেছে এবং সন্ধানদাতাদের ১৬ লাখ ডলারের বেশি পুরস্কার দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে মাইক্রোসফট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট কোপাইলটের মাঝারি মাত্রার দুর্বলতার জন্য পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে। পাশাপাশি কোপাইলটের অন্যান্য দুর্বলতা খুঁজে পেতে পুরস্কারের পরিমাণও দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে গবেষকেরা এআই নিরাপত্তা গবেষণায় আরও বেশি উৎসাহিত হন।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ