সর্বশেষ
সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন
খুব সহজেই যেভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন
শিল্পের গ্যাস দিয়ে চলছে বিদ্যুৎ ও সার উৎপাদন, দিশেহারা কারখানা মালিকরা
৪ কর্মসূচি নিয়ে মে মাসে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গ সংগঠন
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভিয়েতনাম থেকে এল ২০ হাজার মেট্রিক টন চাল
রাজনৈতিক দলের ঠিকানা চশমার দোকান, মাদরাসা, ঠিকাদারি অফিস
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
শরীরে কোন বিষয়গুলো ঘটলে মানুষ হঠাৎ করে মারা যায়?
ট্রেনের দাবিতে সড়ক আটকে দিলো জনতা, লালমনিরহাটে চলছে না দূরপাল্লার যান
গণমানুষ ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে: আলী রীয়াজ
দূষণে শীর্ষে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
‘মা পদক’ পাচ্ছেন ডলি জহুর
পাঁচদিন ঢাকায় কাটিয়ে ফের ছুটিতে কোচ কাবরেরা!
অ্যানফিল্ডে লিভারপুলের লাল উৎসব

পাঁচদিন ঢাকায় কাটিয়ে ফের ছুটিতে কোচ কাবরেরা!

স্পোর্টস ডেস্ক

অতিমাত্রায় ছুটি ভোগ করায় প্রায়ই খবরের শিরোনাম হতেন জাতীয় ফুটবল দলের সাবেক ব্রিটিশ কোচ জেমি ডে। সেই রোগেই যেন পেয়েছে বর্তমান স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে। গত মঙ্গলবার ঢাকায় এলেও শনিবার রাতে ফের নিজ দেশ স্পেনে উড়াল দিয়েছেন তিনি।

১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচের খেলোয়াড় নির্বাচনের জন্য চলতি লিগ পর্যবেক্ষণ করাই প্রধান কাজ কোচের। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান। তার অনুমোদনক্রমেই কোচের স্পেন যাওয়া।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঘরোয়া লিগ চলাকালীন কোচকে কেন ছুটি দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)? তা জানেন না খোদ বাফুফের অনেক কর্মকর্তাই।

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফেরে বাংলাদেশ দল। এর পরের দিন কোচ হাভিয়ের কাবরেরা স্পেন যান ছুটি কাটাতে। ৮ এপ্রিল থেকে ঘরোয়া ফুটবল ফের শুরু হয়। কিংস ও মোহামেডান এবং আবাহনী ও কিংসের মতো গুরুত্বপূর্ণ খেলাগুলো তিনি স্টেডিয়ামে বসে দেখতে পারেননি স্পেনে থাকার কারণে।

২৫ দিন ছুটি কাটিয়ে ২২ এপ্রিল সকালে ঢাকায় ফিরেছিলেন। ওই দিন বিকালে ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনাল দেখতে যান। শনিবার সকালে স্কুল ফুটবল এবং কুমিল্লায় আবাহনী ও মোহামেডানের মধ্যকার লিগের ম্যাচ দেখে ঢাকায় ফিরেই স্পেনে রওয়ানা হন। স্ত্রী অসুস্থ এজন্য নাকি ছুটিতে গেছেন তিনি।

১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৩১ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। তবে কোচ কাবরেরা ছুটি কাটিয়ে একেবারে ক্যাম্প শুরুর সময় আসবেন নাকি সপ্তাহকয়েক পর আসবেন এটি এখনো জানা যায়নি। জাতীয় দল কমিটির সভায় কোচের চাওয়া ছিল ২৭ মে লিগ শেষ করার।

বর্তমান ফিকশ্চার রয়েছে ২৯ মে পর্যন্ত। সেটা পরিবর্তন করা যায় কি না এই বিষয়টি লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বিবেচনা করবেন বলে জাতীয় দল কমিটির সভায় জানিয়েছিলেন।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ