সর্বশেষ
মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি
তাইজুলের ঘূর্ণিতে স্বস্তিতে দিন শেষ করলো বাংলাদেশ
রেমিট্যান্সের জোয়ারে কমছে ডলারের দাম, জেনে নিন কত হলো
চাকরি দিচ্ছে আড়ং, উৎসব বোনাস ও স্বাস্থ্য বিমাসহ আছে বিভিন্ন সুবিধা
ঝালকাঠিতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু
বিমানবন্দরে সুমিতকে জড়িয়ে আবেগে ভাসলেন ঋতাভরী, ভিডিও ভাইরাল
ইনস্টাগ্রামে বয়সের কারচুপি ধরিয়ে দেবে এআই
নতুন আরেক মামলায় গ্রেফতার তুরিন আফরোজ
৫০ বছরে নিঃস্ব কোটি মানুষ, বাস্তুচ্যুতদের কান্না দেখার কেউ নেই
যে কারণে ভারত ছাড়তে চান কোহলি-আনুশকা
সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন
খুব সহজেই যেভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন
শিল্পের গ্যাস দিয়ে চলছে বিদ্যুৎ ও সার উৎপাদন, দিশেহারা কারখানা মালিকরা
৪ কর্মসূচি নিয়ে মে মাসে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গ সংগঠন

গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের পূবাইলে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমাম রইজউদ্দিন অসুস্থ হয়ে কারাগারে মারা গেছেন।

সোমবার সকালে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের যুগান্তরকে মসজিদ ইমাম রইজউদ্দিনের কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

যদিও পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, ‘তাকে উদ্ধার করে থানায় আনার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। হয়তো লোকলজ্জায় টেনশনে এমনটি হতে পারে।’

মৃত ইমাম রইজ উদ্দিন গাজীপুর মহানগরের গাছা মেট্রোপলিটন থানার জাঝর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার আখলাছ জামে মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ইমামের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় নিয়মিতভাবে তার সঙ্গে ঘুমানোর কথা বলে মসজিদের কামরায় শিশুদের ডেকে নিয়ে কোমল পানীয়’র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে বলাৎকার করতো।

গত রোববার ঘটনা জানাজানি হলে গণপিটুনির শিকার হন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পূবাইল থানায় নিয়ে আসে। সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে ওই দিনই দিবাগত রাত ২.৪৫ মিনিটে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। পরীক্ষা-নীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের যুগান্তরকে জানান, রোববার সন্ধ্যা ৭টায় কারাগারে আসা রইজউদ্দিন সোমবার ভোররাতে অনুমানিক পৌণে তিনটার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ