ঝালকাঠির কলেজ খেয়াঘাট খাল থেকে মো. মিজান (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে স্থানীয়রা খালে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মো. মিজান ভোলা জেলার খারকি তুলাতলা এলাকার মো. জাহাঙ্গিরের ছেলে। তিনি পরিবারসহ ঝালকাঠি শহরের পূর্বচাদকাঠি পূবালি সড়ক এলাকার কায়েদ বেকারির সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলেজ খেয়াঘাট এলাকার স্থানীয় এক বাসিন্দা খালের পানিতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।
মিজানের বড় ভাই জানান, গতকাল মায়ের সঙ্গে টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এরপর সন্ধ্যার পর থেকে মিজান নিখোঁজ ছিলেন। সকালে পুলিশ খবর দিলে তারা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
মিজানের মা রাবেয়া বেগম জানান, তার ছেলে মৃগী রোগী ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। আগেও বাসায় একাধিকবার মৃগীর উপসর্গ দেখা দিয়েছিল। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় খালের পানিতে পড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।