অভিনেত্রী সাফা কবিরের অভিনয়শৈলীর পাশাপাশি সবসময় আলোচনায় থাকে তাঁর নায়াচারাল বিউটি। সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য তাঁকে সব লুকেই লাগে মোহনীয়। তবে তাঁর এই প্রাকৃতিক সৌন্দর্যে অন্য মাত্রা এসেছে অজিল্যান্ড তথা অস্ট্রেলিয়া ভ্রমণে গিয়ে শেয়ার করা কনে দেখা আলো আর রোদের ছটায় তোলা ছবিগুলোতে। চলুন তবে দেখে নিই সাফার এই দুই নজরকাড়া লুক।
বিকেলের কনে দেখা আলোয় অজিল্যান্ডের প্রকৃতির মাঝে অপরূপা সুন্দর লাগছে সাফা কবিরকে। কানে ছোট স্টাড ছাড়া কোনো গয়না নেই লুকে।
হলুদ-সবুজ ফুলের প্রিন্টের সাদা ড্রেস পরেছেন তিনি। চুলে সফট কার্লস।
পাফড স্লিভসের ড্রেসে ব্যাকলেস ডিজাইন। হালকা মেক আপের সঙ্গে গোলাপি লিপকালার বেছে নিয়েছেন সাফা সেমি ম্যাট ঘরানার
স্বাস্থ্যোজ্জ্বল এক ঢাল খোলা চুলের সঙ্গে ব্যাকলেস লুকে বেড়েছে আকর্ষণ
সাগরপাড়ের ফ্রেশ বাতাস বুক ভরে নিচ্ছেন সাফা ঝলমলে রোদে। কপালে তোলা রোদচশমা। সাদা জ্যাকেটে কালো চেকারবোর্ড আর নীল-গোলাপি প্রিন্ট
হালকা বাতাসে জ্যাকেটের লেয়ারিং লুক দারুণ মানিয়েছে সাফাকে। ভেতরে সাদা টিশার্ট দেখা যাচ্ছে। ফাংকি রোদচশমা আর ঝোলানো নীল দুল নজর কাড়ছে।
ছবি: সাফা কবিরের ইন্সটাগ্রাম
সূত্র: হাল ফ্যাশন