সর্বশেষ
রাখাইনে মানবিক করিডর, বাংলাদেশে কী ঝুঁকি তৈরি করতে পারে?
শাটডাউন কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল
৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন
৩৯৮ হজযাত্রী নিয়ে সৌদির পথে প্রথম ফ্লাইট
যেখানে পুতুলও ফিলিস্তিনি শিশুদের পক্ষ নেওয়ার অধিকার রাখে না!
রাখাইনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার মানবিক করিডরে বিতর্ক
তীব্র গরমে বেলের শরবত খেলে যেসব উপকার পাবেন
গরমে ত্বক সুন্দর রাখতে যা করবেন
অজিল্যান্ডের কনে দেখা আলো আর রোদের ছটায় মোহনীয় সাফা
চল্লিশ ছুঁই ছুঁই রাধিকার যত বোল্ড লুক
সিগারেট খেলে ১০ সেকেন্ডের মধ্যে যা হয়
ঠোঁট ও জিহ্বায় ঘা, কারণ কী?
দরুদ পাঠের সওয়াব
মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি

যেখানে পুতুলও ফিলিস্তিনি শিশুদের পক্ষ নেওয়ার অধিকার রাখে না!

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ মিছিলে পুতুল ও লাল রঙ প্রদর্শন নিষিদ্ধ করেছে ফরাসি সরকার। ফিলিস্তিনের সমর্থনে মিছিলের আয়োজনকারীদেরকে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েও দিয়েছে এমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন।

অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে প্রকাশ্যে গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরাইল।ফ্রান্সে যুদ্ধবিধ্বস্ত ও হত্যাযজ্ঞের শিকার গাজার সমর্থনে বিক্ষোভকারীরা এখন থেকে লাল রঙ এবং ফিলিস্তিনি শিশুদের প্রতিনিধিত্বকারী পুতুল প্রদর্শন করতে পারবে না।

ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে, প্রতি সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসের একেক মহল্লায় গাজার সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে প্যারিসে গাজার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। তবে আগের সপ্তাহের তুলনায় এতে পুলিশের উপস্থিতি বেশি ছিল। একই সঙ্গে এতে পুতুল, লাল রঙ ও ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক সেখানে নিষিদ্ধ ছিল।

এ প্রসঙ্গে ইউরোপ-প্যালেস্টাইন ইনস্টিটিউটের পরিচালক অলিভিয়া জেমোর বলেছেন, ফরাসি সরকার আমাদের জানিয়েছে, ফিলিস্তিনি মা, শিশু এবং বন্দিদের অবস্থা তুলে ধরা যাবে না। তারা বলেছে, মায়ের কোলে মারা যাওয়া শিশুদের কথা বলাটা বিরক্তিকর এবং মর্মান্তিক।

ফিলিস্তিনিপন্থি একজন বিক্ষোভকারী ফরাসি সরকারের এ ধরণের দ্বিমুখী আচরণে দুঃখ প্রকাশ করে বলেছেন, সরকারের কাছে এ ধরণের প্রতিবাদকে মর্মান্তিক মনে হলেও গাজায় শিশুদের গণহত্যাকে মর্মান্তিক মনে হচ্ছে না।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৫২ হাজার ৩০৫ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন।যাদের বেশিরভাগই নারী ও শিশু।এছাড়া আহত হয়েছেন অন্তত এক লাখ ২০ হাজার জন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ