সর্বশেষ
শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ইশরাকসহ নতুন মেয়রদের যে প্রশ্ন করতে বললেন আসিফ নজরুল
বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই: জামায়াত আমির
বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন প্রীতি জিনতা
ইশরাকের মেয়র পদ নিয়ে এত বিতর্ক কেন, শপথ নিলে কতদিন থাকতে পারবেন?
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহ্বান জামায়াতের
আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে: প্রধান উপদেষ্টা
গরমে বরফের ৫ ব্যবহার, ক্ষতিগ্রস্ত ত্বক হতে পারে দাগহীন ও মসৃণ
দিল্লি আর আওয়ামী দোসরদের দৌরাত্ম্য চলবে না: রাশেদ প্রধান
জুলাই সনদ তৈরির পরই ভোট: প্রধান উপদেষ্টা
হার্টে জমে থাকা চর্বি কমাতে করণীয়
সেই জিম্বাবুয়ের বিপক্ষে চার বছর পর সাদমানের সেঞ্চুরি
উত্তেজনার মধ্যেই মোদির কাছে বিশেষ চিঠি, যা লেখা আছে
প্রধান কার্যালয়সহ এলজিইডির ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান 
পুলিশের জন্য জোরে হাততালি দিতে বললেন প্রধান উপদেষ্টা

বিদ্যুৎ বিভ্রাট, চ্যাম্পিয়নস লিগে বার্সা-ইন্টার ম্যাচ হবে কি?

স্পোর্টস ডেস্ক

ব্যাপক বিদ্যুৎবিভ্রাটের কারণে স্পেন ও পর্তুগালের জনজীবনে নেমে এসেছে চরম অচলাবস্থা। দুই দেশে গতকাল সোমবার থেকে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, গণপরিবহন থেমে পড়েছে এবং হাসপাতালগুলো জরুরি নয় এমন সব অপারেশন স্থগিত করতে বাধ্য হয়েছে। পরিস্থিতির কিছুটা উন্নতি শুরু হলেও এখনও স্বাভাবিক হয়নি অবস্থা। এ অবস্থায় বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টায় বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে। তবে বিদ্যুৎ সংকটের কারণে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। তাদের মতে, আজ রাতের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে ম্যাচটি বাতিলও হতে পারে।

বিদ্যুৎ সংকটে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। গতকাল থেকেই স্পেন ও পর্তুগাল থেকে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছেড়েছে বেশিরভাগ ফ্লাইট। ইতালির ক্লাব ইন্টার মিলানের আজ বিকেলে বার্সেলোনা পৌঁছানোর কথা থাকলেও বিদ্যমান পরিস্থিতিতে তাদের পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

মাদ্রিদে এখনো অনেক মানুষ ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। হোটেলগুলোতে অবস্থান করা অতিথিরাও বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন। শহরের অনেক এলাকায় এখনো স্বাভাবিক জীবনযাত্রা ফিরেনি।

এদিকে, বিদ্যুৎবিভ্রাটের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সোমবার মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির ম্যাচটি দ্বিতীয় সেট চলাকালীন স্থগিত করতে বাধ্য হন আয়োজকেরা। তখন ৬-৪, ৫-৪ গেমে এগিয়ে ছিলেন দিমিত্রভ। পরে দিনের অন্যান্য ম্যাচগুলোও বাতিল করা হয়।

তবে আশার কথা হলো, বিদ্যুৎ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে। স্পেনের জাতীয় গ্রিড অপারেটরের তথ্য অনুযায়ী, সোমবার গভীর রাত পর্যন্ত প্রায় ৬১% বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা গেছে। বার্সেলোনা ও মাদ্রিদের কিছু অংশে ইতোমধ্যেই বিদ্যুৎ ফিরে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে চ্যাম্পিয়নস লিগ ম্যাচটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার আশা করছেন আয়োজকেরা।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ