ফ্যাসিস্টের সমর্থক ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ না করে প্রশাসক নিয়োগ করে প্রতিষ্ঠান চালাতে হবে বলে পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বুধবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। চাকরির বাজার মন্দা ও নিত্যপণ্যের উচ্চ দামের কারণে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেে শ্রমিক।
তিনি বলেন, অগণতান্ত্রিক উপায়ে বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের একত্রিত হওয়া ও ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে সরিয়ে দেয়া হয়েছে। শ্রমিকদের দাবিগুলোকে আইন করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। ২০২৩ সালে ২৮ অক্টোবর হাজার হাজার শ্রমিক ও বিশেষ করে শ্রমিক দল নেতাদের গ্রেপ্তারের করা হয়েছিলো বলেও অভিযোগ করেন তিনি।