কলকাতার বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ সুস্মিতা দে। অনেক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। আর এখন তাঁকে দেখা যায় ‘কথা’ ধারাবাহিকে। বলা যায়, ছোট পর্দার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন সুস্মিতা। তাঁর পটোলচেরা চোখ, এক ঢাল লম্বা চুল, ধারালো ফিগারের প্রশংসা না করেও যেন পারা যায় না।
একনজরে দেখলে মনে হবে উপন্যাসের কোনো চরিত্র। অনেকটা দেবীর মতো আঁকা তাঁর চেহারা। আর ফ্যাশন সেন্স? সেটাতেও এগিয়ে আছেন তিনি। ওয়েস্টার্ন তো পরেনই, তবে বেশি ভালোবাসেন এথনিক পোশাক। আজ অভিনেত্রীর বেশ কিছু লুক দেখে আসি চলুন
নীল রঙের স্প্যাগেটি স্ট্রেপ বডিকন ড্রেসে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী। ছেড়ে রেখেছেন কার্ল হেয়ারস্টাইল। আর সেজেছেন মিনিমাল গয়নায়
সাবেকি লুকে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। সোনালি পাড়ের লাল শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ পরেছেন। আর সেজেছেন সোনার গয়নায়
কালো ক্রপ টপের সঙ্গে গোলাপি মিনি স্কার্ট আর পায়ে হাই হিল পরে পোজ দিয়েছেন সুস্মিতা
কালো জাম্পস্যুটের সঙ্গে চাংকি চেইন, রিং দুল আর সানগ্লাস পরে স্টাইল করেছেন তিনি। হাতেও সোনালি ঘড়ি
নট স্টাইলের টি–শার্ট আর শর্টসের সঙ্গে ছেড়ে রাখা দীঘল চুল
শাড়ি পরতেই বেশি ভালোবাসেন সুস্মিতা। এই লুকে বেছে নিয়েছেন নীল বর্ডার দেওয়া কালো সিল্কের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ। সেজেছেন মিনিমাল গয়নায়
ডুয়েল টোনের টপ আর হাই ওয়েস্ট প্যান্ট পরেছেন। চুলগুলো ছড়িয়ে দিয়ে হাস্যোজ্জ্বল সুস্মিতা পোজ দিয়েছেন ক্যামেরায়
বিয়েতে ট্রেন্ডের তুঙ্গে আছে এখনো আইভরি রঙের লেহেঙ্গা। সেটাই পরেছেন অভিনেত্রী। সঙ্গে কুন্দনের গয়না আর ঘোমটা দেওয়া হেয়ারস্টাইলে জুঁই ফুলের মালায় সেজেছেন
বাটিকের নীল শাড়ি আর ব্লাউজে অন্য রকম সুন্দর লাগছে অভিনেত্রীকে। গলায় অক্সিডাইসের চোকার, নাকফুল আর হাতে পরেছেন নানা রঙের ফেব্রিকের চুড়ি। সেজেছেন টানা করে দেওয়া কাজল আর ছোট্ট টিপে
‘হট পিংক’ আউটফিটের সঙ্গে সেমি কার্ল হেয়ারস্টাইল দারুণ মানিয়েছে
সাদা-কালোর সমন্বয় বরাবরই সুন্দর। এই লুকে সুস্মিতাকে দেখা যাচ্ছে সাদা-কালো টপ, স্কার্ট আউটফিটে
লাল পেড়ে সাদা শাড়ি পরা কোনো উপন্যাসের নায়িকা যেন তিনি। সাজেও খাঁটি বাঙালিয়ানা ধরা পড়েছে
ইক্কাত প্রিন্টের গোলাপি কুর্তির সঙ্গে ফ্লোরাল ওড়না নিয়েছেন অভিনেত্রী। এথনিক সাজে বেছে নিয়েছেন খুব সুন্দর একটা অক্সিডাইসের চোকার
পেছনে দেখা যাচ্ছে বিখ্যাত হাওড়া ব্রিজ। আর অভিনেত্রী গঙ্গা নদীর ওপর শাড়ি পরে পোজ দিয়েছেন
লুকে সামার ভাইব আনতে তাঁর মতো এমন সাদা ফ্লোরাল জামা বেছে নিতে পারেন আপনিও
শার্ট-টপের সঙ্গে এই লুকে পরেছেন কালো হাই হিল। ছেড়ে রাখা কার্ল হেয়ারস্টাইল। আর চোখে স্টাইলিশ চশমা পরেছেন অভিনেত্রী
সমুদ্র ভ্রমণে অভিনেত্রীর পছন্দ আরামদায়ক পোশাক। তাই পরেছেন কালো ট্যাংক টপ আর সাদা শর্টস। জুটি হয়েছে স্টাইলিশ সানগ্লাস
বৃষ্টিবিলাসে তাঁকে দেখা যাচ্ছে লাল ক্রপ টপ আর কালো শর্টসে
সূত্র: হাল ফ্যাশন