সর্বশেষ
জামায়াত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে নারীরা: শফিকুর রহমান
শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই: জামায়াত আমির
শ্রমিক কল্যাণে ইসলামি শ্রমনীতি চালুর আহ্বান জামায়াত সেক্রেটারির
মে দিবসে দেশের শ্রমজীবী মানুষের প্রতি এবি পার্টির শুভেচ্ছা
‘সবুজ সংকেত’ পেয়ে বিএনপি মিত্রদের নির্বাচনি তোড়জোড়
শ্রমিক-মালিকের যৌথ প্রচেষ্টাই আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারে: প্রধান উপদেষ্টা
ব্যাট হাতে ফের মাঠে নামছেন শোবিজ তারকারা
প্রবাসে ছুটিহীন মে দিবস
মালয়েশিয়ায় শ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না বাংলাদেশিরা
কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর ইউক্রেন–যুক্তরাষ্ট্র চুক্তি সই
নক্ষত্রপতন: রাতে বাদ পড়লেন রোনালদো, সকালে মেসি
কাজের আনন্দ
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ, ৬ পদে নেবে ৫৮ জন
অ্যান্টিবায়োটিক বা কেমিক্যাল ছাড়াই ব্রণ থেকে মুক্তি পাওয়ার ৬ উপায়

নক্ষত্রপতন: রাতে বাদ পড়লেন রোনালদো, সকালে মেসি

স্পোর্টস ডেস্ক

শেষ বাঁশি বেজেছে। ক্রিস্টিয়ানো রোনালদো দাঁড়িয়ে মাঠের গোলাকার বৃত্তের ভেতরে। চোখেমুখে স্পষ্ট হতাশা। হাত নেড়ে কিছু একটা বললেন। একবার আকাশপানেও চাইলেন। বোঝা গেল, নিজের সঙ্গে বোঝাপড়ার মধ্যেই একবার ভাগ্যের সঙ্গেও সেটা সেরে নিলেন।

রোনালদোর বয়স ৪০। কিন্তু জয়ের ক্ষুধাটা এখনো আগের মতোই। কিশোর রোনালদো হারলে যতটা মনোক্ষুণ্ন হতেন, চল্লিশের রোনালদোও তাই। অধিনায়কের আর্মব্যান্ডটা খুলতে খুলতে রোনালদো যখন মাঠ ছাড়ছিলেন, তখন তাঁর দিকে তাঁকালে যেকোনো রোনালদো–ভক্তের খারাপ লাগতে পারে। দেখে মনে হতে পারে হাতে–পায়ে বেড়ে ওঠা একজন পূর্ণবয়স্ক মানুষ, অথচ আবেগে কৈশোরের প্রাচুর্য।

ফুটবল আসলে এমনই। কিংবদন্তিদেরও হারতে হয়। বিদায় নিতে হয়।

লিওনেল মেসির কথাই ধরুন। চেজ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর আর্জেন্টাইন কিংবদন্তির চোখেমুখেও হতাশা স্পষ্ট। চোখ দুটো সুদূরে কী যেন খুঁজছিল। জয়? সে তো বটেই। ৩৮ বছরে পা রেখেও এখনো ম্যাচ হারলে, দল বিদায় নিলে তাঁর চোখেমুখে শিশুসুলভ কষ্টের আবেগটা স্পষ্ট হয়ে ওঠে। তাঁর কিংবদন্তি হয়ে ওঠায় জয়ের এই তাড়নাটুকুও কি কম গুরুত্বপূর্ণ!

কিন্তু ফুটবল নির্মম রসিকও। আর তাই একই দিনে নিজ নিজ দলের মহাদেশীয় প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হলো রোনালদো ও মেসিকে। ঘটনা দুটি ঘটেছে বাংলাদেশ সময় রাতে ও ভোরে। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্তেলের কাছে ৩–২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রোনালদোর দল আল নাসর।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে রোনালদোর সেই হতাশাক্লিষ্ট মুখখানি দেখে যাঁরা ঘুমিয়ে আবার ভোরে উঠেছেন মেসির ইন্টার মায়ামির ম্যাচ দেখতে, তাঁদের জন্য গত রাত এবং সকালটা আসলেই কষ্টের। কারণ বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ সেমিফাইনালের ফিরতি লেগে ভ্যাঙ্কুভারের হোয়াইটক্যাপসের কাছে ৩–১ গোলে হেরেছে মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫–১ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মায়ামি।

ম্যাচের ৯৫ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। কাওয়াসাকির গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। সম্ভবত সেই হতাশাতেই ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলছিলেন।

বোঝাপড়ার ব্যাপার অবশ্য আরও আছে। ২০২২ সালের আল নাসরে সই করার পর সৌদি ক্লাবটির হয়ে এখনো বড় কোনো শিরোপা জেতা যে হলো না! এ মৌসুমটাও কাটল সেই হতাশায়। রোনালদোর মতো ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানুষের জন্য আর যাই হোক এটা মেনে নেওয়া কষ্টের। তবে বিদায়ের পর রোনালদো বার্তায় ফুটেছে ধৈর্য ধরার সংকল্প। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কখনো কখনো স্বপ্নকে অপেক্ষা করতে হয়। আমি এই দল এবং পারফরম্যান্স নিয়ে গর্বিত।’

প্রথম লেগে ২–০ গোলে পিছিয়ে থাকা মায়ামি ৯ মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে গিয়েছিল। মেসির পাস পেয়ে আলবাকে দিয়ে গোলটি করান লুইস সুয়ারেজ। কিন্তু বিরতির পর তিন গোল করে বসে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার। মেসি বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। উত্তর আমেরিকার ফুটবল পরিসংখ্যান বিষয়ক এক্স হ্যান্ডল অপ্টা জ্যাক জানিয়েছে, লিওনেল মেসির বিপক্ষে প্রথম দল হিসেবে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতল ভ্যাঙ্কুভার।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ