বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের শ্রমিকরা এখন রাজনীতির নতুন ধারায় যুক্ত হতে চায়। তিনি রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত সকল কারখানায় ইসলামি শ্রমনীতি চালুর আহ্বান জানান।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সমস্ত শিল্প সেক্টরে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে শ্রমিক ফেডারেশনের মাধ্যমে শক্তিশালী ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, ইসলামি কল্যাণরাষ্ট্র গঠিত না হলে সমাজে প্রকৃত ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠিত হবে না।
অধ্যাপক পরওয়ারের মতে, ইসলামি শ্রমনীতি শুধু শ্রমিকদের অধিকার রক্ষায় নয়, বরং ন্যায়ের ভিত্তিতে একটি মানবিক ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সহায়ক হবে।