‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবস ঘিরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে র্যালিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস। এতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান ও সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাঈফ।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় শ্রমিকদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের মূল্যবান বক্তব্য ও মতামত তুলে ধরেন।