কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হচ্ছে ভারতে। এর রেশ গিয়ে পড়েছে বিনোদন জগতেও। পাকিস্তানি তারকাদের বিরুদ্ধে শুরু হয়েছে ভার্চুয়াল প্রতিক্রিয়া, যার অংশ হিসেবে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দিয়েছে ভারত সরকার।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ এবং সানাম সাঈদসহ একাধিক জনপ্রিয় পাকিস্তানি সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভারতীয় ব্যবহারকারীরা আর প্রবেশ করতে পারছেন না।
অ্যাকাউন্টে ঢুকতে গেলে দেখা যাচ্ছে বার্তা—‘এই অ্যাকাউন্টটির ভারতে কোনো অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।’
এই সিদ্ধান্তে বিস্মিত অনেক ভারতীয় অনুরাগী, যারা এই তারকাদের বড় ফ্যানবেস গড়ে তুলেছিল। কাশ্মিরের ঘটনায় শোকপ্রকাশ করলেও ভারতীয়দের কাছ থেকে কটাক্ষ ও সমালোচনার মুখে পড়েছেন তারা।
এই অবস্থায় বলিউড ইন্ডাস্ট্রিও নতুন করে পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। অনেক প্রযোজনা সংস্থা ও সংগঠন জানিয়ে দিয়েছে, তারা ভবিষ্যতে কোনো পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করবে না।
উল্লেখ্য, অতীতে রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, মাহিরা খান ও আলি জাফরের মতো তারকারা বলিউডে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে তাদের ভারতে প্রবেশ ও কাজ করা নিষিদ্ধ করা হয়। আদালতের রায়ে সেই নিষেধাজ্ঞা আংশিক শিথিল হলেও, বাস্তবে বলিউডে তাদের আর ফিরতে দেখা যায়নি।