সর্বশেষ
রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ আগামীকাল
মাহিয়া মাহির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে ৬ ভুল তথ্য
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ
আ.লীগের বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না
আ. লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
মৎস্য ও প্রাণিসম্পদ নিয়ে কাজ করা নারীদের স্বীকৃতি দিতে হবে: উপদেষ্টা
রাখাইনে শতশত বস্তা ইউরিয়া সার পাচার করছিল চক্রটি
এয়ার অ্যাম্বুলেন্স পেতে বিলম্ব হলে বাংলাদেশ বিমানেই ফিরবেন বেগম খালেদা জিয়া
স্বামীকে রেখে দেবরের সঙ্গে পালালেন স্ত্রী, অতঃপর…
বৃষ্টির মধ্যেই তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
সরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বিশাল নিয়োগ, পদ ৬০৮
এশিয়া আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জেনে নিন কখন কার সঙ্গে খেলা

মুম্বাইয়ের কাছে হেরে প্লে অফের আশা শেষ রাজস্থানের

স্পোর্টস ডেস্ক

প্লে অফে যেতে হলে রাজস্থানের সামনে বাকি সব ম্যাচ জেতা ছাড়া উপায় ছিল না। তবে মুম্বাইয়ের বিপক্ষে সে পরীক্ষায় ফেল করেছে প্রথমবারের চ্যাম্পিয়নরা। রোহিত শর্মা-রায়ান রিকেলটনের অর্ধশতক ও কার্ন শর্মার দুর্দান্ত বোলিংয়ের সামনে রাজস্থান রয়্যালস ১০০ রানে হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। যার ফলে আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গেছে দলটা।

বৃহস্পতিবার জয়পুরে রাজস্থানের মাঠে প্রথমে ব্যাট করে ২১৭ রান তোলে মুম্বাই। রোহিত ৩৬ বলে করেন ৫৩ রান। তাঁর সঙ্গে ওপেনিংয়ে রায়ান রিকেলটনের ৩৮ বলে ৬১ রানের ইনিংস দলকে এনে দেয় উড়ন্ত শুরু।

এই দুজন আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব চালান সূর্যকুমার যাদব ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দুইজনই অপরাজিত থাকেন ৪৮ রানে। সূর্য শেষ বলে ছক্কা হাঁকিয়ে রাজস্থানকে দেয় ২১৮ রানের বিশাল লক্ষ্য।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের ইনিংস শুরুতেই ধাক্কা খায়। আগের ম্যাচে শতক করা বৈভব সুর্যবংশী এবার দুই বলেই ফিরেন শূন্য রানে। এরপর একে একে ফিরে যান যশস্বী জয়সওয়াল (১৩), নিতীশ রানা (৯), রিয়ান পরাগ (১৬), হেটমায়ার (০), শিভম দুবে (১৫) ও ধ্রুব জুরেল (১১)।

৯ ওভার শেষে স্কোর ছিল ৭ উইকেটে ৭৬। তখনই ম্যাচটা পকেটে পুরে ফেলে মুম্বাই। ইংল্যান্ডের জোফরা আর্চার একটু লড়াই করার চেষ্টা করেন, করেন ৩০ রান। কিন্তু সেটা কিছুতেই যথেষ্ট ছিল না। রাজস্থান ১৬.১ ওভারে অলআউট হয় মাত্র ১১৭ রানে।

এই জয়ের ফলে মুম্বাই পেয়ে যায় টানা ছয় ম্যাচে ছয়টি জয়। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেট রান রেটে টপকে তারা চলে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। যদিও বিরাট কোহলির দল একটি ম্যাচ কম খেলেছে, আজ বিকেলে লখনৌ সুপার জায়ান্টসকে হারাতে পারলেই দলটা চলে আসবে শীর্ষে, দুইয়ে চলে যাবে মুম্বাই।

এদিকে রাজস্থানের প্লে-অফে খেলার আশা এখানেই শেষ। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৬। পরবর্তী তিন ম্যাচে জিতলেও তাদের শীর্ষ চারে থেকে লিগ পর্ব শেষ করার কোনো সম্ভাবনাই নেই আর।

তবে রাজস্থানেরও আগে আইপিএল থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের। তারা ১০ ম্যাচ থেকে পেয়েছে মোটে ৪ পয়েন্ট।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ